TRENDING:

Howrah Snake News: বাড়িতে কিলবিল করছে দশ-দশটি সাপ! বন দফতরের লোকেরা এসেই চিনতে পারলেন 'মৃত্যুদূত'কে

Last Updated:
Howrah Snake News: বসত বাড়িতে কিলবিল করছে কেউটে! উত্তর মাজু‌ পাবলিক লাইব্রেরি সংলগ্ন রাজু শুক্লার বাড়ির উঠোন থেকে একটি বড় কেউটে-সহ ৯টি কেউটে সাপের বাচ্চা উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা।
advertisement
1/4
বাড়িতে কিলবিল করছে দশ-দশটি সাপ! বন দফতরের লোকেরা এসেই চিনতে পারলেন 'মৃত্যুদূত'কে
বসত বাড়িতে কিলবিল করছে কেউটে! উত্তর মাজু‌ পাবলিক লাইব্রেরি সংলগ্ন রাজু শুক্লার বাড়ির উঠোন থেকে একটি বড় কেউটে-সহ ১০টি কেউটে সাপের বাচ্চা উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা। বসত বাড়ি থেকে বেরিয়ে এল, বাচ্চা সহ কেউটের দল। এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/4
একটি বড় সাপ অফ অনেকগুলো বাচ্চা সাপ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে মানুষকে অযাথা আতঙ্ক মুক্ত করার পাশাপাশি পরিবেশ কর্মী সৌরভ দত্ত বন বিভাগের আধিকারিদের সঙ্গে যোগাযোগ করেন । এরপর এলাকায় বনদফতর কর্মীরা এসে উপস্থিত হয়।
advertisement
3/4
বসত বাড়িতে একসঙ্গে এতগুলো কেউটে খবর শুনে, ততক্ষণে এলাকায় প্রচুর মানুষের জমায়েত হয়। বন বিভাগকে সহযোগিতার জন্য সৌরভ দত্তও উত্তর মাজু এলাকায় উপস্থিত হন। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক সিংহ, অমর বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা। এরপর বন দফতর কর্মীরা উদ্ধার কাজে নামে। মাটির উঠোনের আবর্জনা সরাতেই বড় কেউটে সাপটি বেরিয়ে আসে , যা দেখে মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বন কর্মীদের বেশ বেগ পেতে হয় বড় কেউটে সাপটি উদ্ধার করতে। বড় সাপের পাশাপাশি একের পর এক সাপের বাচ্চা বেরোতে দেখা যায়।
advertisement
4/4
আরও ৯টি কেউটে সাপের বাচ্চা উদ্ধার করেন বনদফতর কর্মীরা। ওই এলাকায় আরও কেউটে সাপের বাচ্চা থাকতে পারে বলে অনুমান। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের জগৎবল্লভপুর ইউনিটের পক্ষ থেকে সৌরভ দত্ত জানান, এলাকায় উপস্থিত গ্রামবাসীদের সাপ সম্পর্কে সচেতন করেন ও নিজ বাড়ির এলাকা ঝোপঝাড়, আবর্জনা ও জঞ্জাল মুক্ত রাখার কথা বলেন। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah Snake News: বাড়িতে কিলবিল করছে দশ-দশটি সাপ! বন দফতরের লোকেরা এসেই চিনতে পারলেন 'মৃত্যুদূত'কে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল