TRENDING:

Shravani Mahotsav: কলকাতার কাছেই রয়েছে এক শিব মন্দির...! শ্রাবণী মহোৎসবে দূরদূরান্ত আসেন ভক্তরা, ছবিতে দেখুন প্রথম দিনের ভক্তদের ভিড়

Last Updated:
Shravani Mahotsav: প্রায় কয়েকশো বছর পুরনো ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দিরে সূচনা হয়েছে শ্রাবণী মহোৎসবের।
advertisement
1/5
কলকাতার কাছেই রয়েছে এক শিব মন্দির...! শ্রাবণী মহোৎসবে দূরদূরান্ত আসেন ভক্তরা
প্রায় কয়েকশো বছর পুরনো ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দিরে সূচনা হয়েছে শ্রাবণী মহোৎসবের। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস একটি অতি পবিত্র সময়, যা বর্ষার আগমনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
advertisement
2/5
এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং বহু ভক্ত এই সময়ে উপবাস, প্রার্থনা ও নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনায় লিপ্ত থাকেন।
advertisement
3/5
বিশেষ করে প্রতি সোমবার শিবের পুজোয় ভক্তরা ব্রত পালন করেন, আর প্রতি মঙ্গলবার পার্বতীর পুজো করেন অনেকেই। এ সময় হাজার হাজার ভক্ত বিভিন্ন মন্দিরে জড়ো হন, আশীর্বাদ ও আত্মশুদ্ধির আকাঙ্ক্ষায়।
advertisement
4/5
শ্রাবণের প্রথম সোমবারেই, দক্ষিণবঙ্গজুড়ে নিম্নচাপজনিত বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার ভক্ত শম্ভুনাথ মন্দিরে সমবেত হন। ভোর থেকেই শুরু হয় ‘জল অর্ঘ্য’ অর্পণের ধারা। ‘বাবার মাথায় জল ঢালা’ শিবভক্তদের কাছে এক গভীর ভক্তির প্রতীক।
advertisement
5/5
বৃষ্টিকে তুচ্ছ করে মানুষের এই বিশ্বাস ও আস্থাই প্রমাণ করে, ভক্তি কোনও বাধা মানে না। শতাব্দীপ্রাচীন শম্ভুনাথ মন্দির চত্বরে তাই এদিন থেকে গোটা শ্রাবণ মাস জুড়ে অনেকেই জ্যোতির্লিঙ্গ বা তারকেশ্বরে না যেতে পারার দুঃখ ভুলে মানুষ দূর-দুরান্ত থেকে হাজির হবে ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Shravani Mahotsav: কলকাতার কাছেই রয়েছে এক শিব মন্দির...! শ্রাবণী মহোৎসবে দূরদূরান্ত আসেন ভক্তরা, ছবিতে দেখুন প্রথম দিনের ভক্তদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল