TRENDING:

Murshidabad: মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ! শুরু হয়ে গেল 'শিল্পের সমাধানে', উপকৃত হবেন ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা

Last Updated:
Murshidabad: বহরমপুর বিডিও অফিসে মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা একটি শিবিরের উদ্বোধন করেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই শিবির চলবে। মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকেই ৬ দিন করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
advertisement
1/5
মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ! শুরু হয়ে গেল 'শিল্পের সমাধানে'
মুর্শিদাবাদ জেলায় অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোগ হচ্ছে। এর পোশাকি নাম দেওয়া হয়েছে 'শিল্পের সমাধানে', যা থেকে আগামী দিনে উপকৃত হবেন ছোট শিল্প উদ্যোগীরা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/5
শিল্প টানতে নবাবের জেলা মুর্শিদাবাদে শিবির আয়োজিত হল। সেই শিবিরে হস্তশিল্পীদের কাজ তুলে ধরা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সম্পর্কিত পরামর্শের পাশাপাশি কীভাবে এলাকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সরকারি সুযোগ সুবিধা পাবেন, সেই বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
3/5
বহরমপুর বিডিও অফিসে মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা একটি শিবিরের উদ্বোধন করেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই শিবির চলবে। মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকেই ৬ দিন করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
advertisement
4/5
মূলত উদ্যোগীদের যেমন সরকারি সমস্ত রকম সুবিধা করা হবে, ঠিক তেমনই তাঁদের যদি কোনও সমস্যা থাকে সেটাও সমাধান করা হবে। আগামী দিনে সপ্তাহে ৫ দিন করেই চলবে এই বিশেষ শিবির।
advertisement
5/5
'শিল্পের সমাধানে' কর্মসূচির মূল লক্ষ্য হল, গ্রামীণ শহরে উদ্যোগীদের উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। যাতে আগামী দিনে কর্মসংস্থানের মতো সুযোগ সৃষ্টির জন্য হাতেকলমে সহায়তা প্রদান করা যেতে পারে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad: মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ! শুরু হয়ে গেল 'শিল্পের সমাধানে', উপকৃত হবেন ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল