TRENDING:

Shantiniketan Poush Mela 2025: পৌষ মেলা ২০২৫-এর তারিখ নিশ্চিত! ইউনেস্কো স্বীকৃতির পর প্রথম, কবে থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা? জেনে নিন সব তথ্য

Last Updated:
Shantiniketan Poush Mela 2025: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা আগামী ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হবে এবং এটি ছয় দিনের হবে।
advertisement
1/5
পৌষ মেলা ২০২৫-এর তারিখ নিশ্চিত! জানুন কবে থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম প্রিয় এক জায়গা বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনের এক আকর্ষণীয় উৎসব আনন্দ সেটা হলও পৌষ মেলা। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক এই পৌষ মেলার আশায় বসে থাকেন। এই পৌষ মেলার সময় লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতনে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তবে চলতি বছর এই পৌষ মেলা কবে শুরু এবং কবে শেষ জানেন? সামনের মাসের ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হবে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। বোলপুর শান্তিনিকেতন ট্রাস্টের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করে প্রাথমিক ভাবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে প্রত্যেক বছর স্টল বুকিং এর ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে।
advertisement
3/5
তবে এবার স্টলের প্লট বুকিংয়ের ক্ষেত্রে যে কোনও ধরনের দুর্নীতি রুখতে যথেষ্ট কড়াকড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান "প্রত্যেক বছরের মতন পৌষমেলা হোক এটা সবাই চাই। কিন্তু, পরিবেশ আদালতকে গুরুত্ব দিয়ে, তাদের নির্দেশ মতোই মেলা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
advertisement
4/5
তিনি আরও জানান "মেলা যেমন হয়, ছয়দিনেরই হবে। তবে প্লট বুকিংয়ের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি করা হয়, এবার আরও কড়াকড়ি করা হবে ৷" প্রসঙ্গত জানা যায় ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' স্বীকৃতি দিয়েছে। এই তকমা পাওয়ার পর এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনে দ্বিতীয় ঐতিহ্যবাহী পৌষমেলা হতে চলেছে।
advertisement
5/5
প্রসঙ্গত বিশ্বভারতী সূত্রে জানা যায় ২০১৬ ও ২০১৮ সালে বোলপুর শান্তিনিকেতনের এই ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে দুটি মামলা করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেই মামলার রায়ে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পৌষমেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ বেঁধে দিয়েছিল আদালত। তাই এই বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় পরিবেশ আদালতের যাবতীয় ছাড়পত্র নিয়ে, বিধিনিষেধ মেনেই পৌষমালার আয়োজন করা হবে৷ (ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Shantiniketan Poush Mela 2025: পৌষ মেলা ২০২৫-এর তারিখ নিশ্চিত! ইউনেস্কো স্বীকৃতির পর প্রথম, কবে থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা? জেনে নিন সব তথ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল