Chandana Bauri: 'বিয়ে' বিতর্ক থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে রাখি পরানো, প্রথম থেকেই হিট শালতোড়ার চন্দনা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Chandana Bauri: শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি আজ রাখি পরালেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে।
advertisement
1/4

প্রথম থেকেই তিনি শিরোনামে। এবার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি রাখি পরিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে।
advertisement
2/4
আজ শালতোড়ার বিধায়িকাকে রাখিবন্ধন উৎসবে মাততে দেখা যায়। আজ তাঁর হাত থেকে রাখি পরে নেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
advertisement
3/4
পাশাপাশি বিধায়ক শ্রী অনুপ সাহাকেও রাখি পরান চন্দনা বাউরি। একুশের বিধানসভায় বিজেপির হয়ে যেসব প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাদের মধ্যে দরিদ্রতম ছিলেন চন্দনা। তাঁকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি।
advertisement
4/4
দিন কয়েক আগে শালতোড়া থানার পক্ষ থেকে অভিযোগ করা হয় চন্দনা বাউরি মধ্যরাতে ড্রাইভারকে বিবাহ করে থানায় উপস্থিত হন নিরাপত্তা চাইতে সেই অভিযোগ অবশ্য চন্দনা পরে অস্বীকার করেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Chandana Bauri: 'বিয়ে' বিতর্ক থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে রাখি পরানো, প্রথম থেকেই হিট শালতোড়ার চন্দনা