Shaadi Ke Baad: রাতেই স্ত্রী-র সিঁথিতে ভালবেসে সিঁদুর পরিয়েছিলেন, কিন্তু নববধূর ফোনের চোখ পড়তেই থানায় ছুটলেন নতুন বউকে নিয়ে, একরাতেই কী এমন হল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Biyer Por: বিয়ের পরদিন নববধূকে নিয়ে থানায় হাজির বর! আবার বিয়ের ব্যবস্থা স্ত্রীর
advertisement
1/5

মুর্শিদাবাদ: বৃহস্পতিবার মহা ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলেও ১২ ঘণ্টা না কাটতেই নববিবাহিত গৃহবধূকে নিয়ে হঠাৎই থানায় হাজির হল পাত্র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞাতে। পেশায় সেনাবাহিনীতে কর্মরত পাত্র। বাড়ি বীরভূম জেলার কীর্নাহার গ্রামে। মুর্শিদাবাদের বড়ঞার প্যাটারি গ্রামের এক পাত্রীর সঙ্গে কয়েক মাস আগে দেখাশুনো সম্পন্ন হয়। বিবাহের দিন ঠিক হয়। সেই মতো বড়ঞার প্যাটারি গ্রামের প্রায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে বৃহস্পতিবার মহা ধুমধাম করেই বিবাহ হয়। শুক্রবার ভোর রাতে বিবাহের লগ্ন থাকার কারণে সিঁদুর দান সম্পন্ন করেই বিবাহ হয় নব দম্পতির। আর তারপরেই ঘটে বিপত্তি। Photo- representative
advertisement
2/5
জানা গিয়েছে, বিবাহ সম্পন্ন হতেই ঘটে বিপত্তি। জানা যায়, নববিবাহিত গৃহবধূ সে তাঁর ভালবাসার মানুষকে ভুলতে পারেননি। আর সেই মতোই পাত্রী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শুক্রবার সকালে মোবাইলে ফোনেও কথা বলছিলেন। গ্রামের যুবকের সঙ্গে দীর্ঘদিনের ভালবাসার সম্পর্ক। উঠে আসে বেশ কিছু পুরোনো চ্যাট। সেটা নজরে পড়ে পাত্রের। Photo- Representative
advertisement
3/5
তারপরেই পাত্র ভেঙে পড়েন মানসিকভাবে। সেই কারণে সটান নববিবাহিত পাত্রীকে নিয়ে বড়ঞা থানায় হাজির হন। এবং লিখিত অভিযোগ জমা দেওয়া হয় এবং পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার আবেদন জানান। Photo- Representative
advertisement
4/5
বড়ঞা থানার পুলিশ পাত্র ও পাত্রীকে কান্দি মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান। যদিও পরে পাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের চাপেই বিয়েতে রাজি হন বলেই জানান পাত্রী নিজেই।
advertisement
5/5
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই নব দম্পতি পাত্রীকে আদালতে পাঠানো হয়েছে। পাত্র ও পাত্রীর দু'জনের লিখিত গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ এই ঘটনায় পাত্রীর বাবা সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাত্রীকে আদালতের নির্দেশে হোমে পাঠানো হয়েছে। Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Shaadi Ke Baad: রাতেই স্ত্রী-র সিঁথিতে ভালবেসে সিঁদুর পরিয়েছিলেন, কিন্তু নববধূর ফোনের চোখ পড়তেই থানায় ছুটলেন নতুন বউকে নিয়ে, একরাতেই কী এমন হল