Severe Heatwave Alert: আসছে ভয়ঙ্কর দিন...! ভাঙল ৫০ বছরের রেকর্ড, তাপপ্রবাহের চোখরাঙানিতে দক্ষিণে জারি রেড অ্যালার্ট...! আবহাওয়ার বিরাট পূর্বাভাস
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Severe Heatwave Alert: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।
advertisement
1/5

তীব্র গরম। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বৈশাখের অর্ধেক সময় পেরিয়ে গেলেও এখনও বৃষ্টির কোনও আশা দেখছে না দক্ষিণবঙ্গ গরমের চোটে কাটাতে হচ্ছে নিদ্রাহীন রাত। দিনভর থাকতে হচ্ছে ঘরবন্দী। মেঘমুক্ত আকাশে দেখে আসছে বিরক্তি।
advertisement
2/5
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, গরমের চোটে মানুষের অবস্থা খারাপ। তার ওপর আবার লাগাতার তাপপ্রবাহ চলছে। অন্যদিকে বৈশাখ মাসে বিগত দু'দিনে ফিরেছে পুরনো সেই চেনা ছবি। বাতাসে বেড়েছে আদ্রতার পরিমাণ। ফলে তীব্র গরমের পাশাপাশি গলদঘর্ম অবস্থার শিকার হতে হচ্ছে সবাইকে।
advertisement
3/5
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আদ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে গরম তাপপ্রবাহ এবং আদ্রতা নাকাল করে ছাড়বে মানুষকে।
advertisement
4/5
আবহ বিজ্ঞানীরা বলছেন, সূর্যদেবের এই কড়া চোখরাঙানি আগামী কয়েকদিন এখনও সহ্য করতে হবে। এপ্রিল মাসে গরম থেকে মুক্তি পাওয়ার আশা নেই। উল্টে মে মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি বেশি গুরুতর হবে। বৃষ্টি না হওয়ার ফলে গরম আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে মনে করছেন কেউ কেউ।
advertisement
5/5
আগামী কয়েকদিন কেমন কাটবে? হাওয়া অফিস সূত্রের খবর, এবছর পশ্চিম বর্ধমান সর্বোচ্চ তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ফেলতে পারে। এছাড়াও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলা গরমে রেকর্ড তৈরি করবে। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Severe Heatwave Alert: আসছে ভয়ঙ্কর দিন...! ভাঙল ৫০ বছরের রেকর্ড, তাপপ্রবাহের চোখরাঙানিতে দক্ষিণে জারি রেড অ্যালার্ট...! আবহাওয়ার বিরাট পূর্বাভাস