7 Wonders Eco Park: একসঙ্গে দেখুন বিশ্বের সাত আশ্চর্যকে! কলকাতায় রয়েছে এই বেড়ানোর জায়গা
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
কলকাতার এই জায়গায় বিশ্বের সপ্তম আশ্চর্য দেখতে ভিড় মানুষের
advertisement
1/8

বছর শেষে টিকিট কেটে বিশ্বের সপ্তম আশ্চর্য দেখতে কলকাতার ইকোপার্কে ভিড় জমাচ্ছেন মানুষজন, ঘরে বসে এক ক্লিকেই দেখে নিন সব (তথ্যসূত্র: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/8
খ্রিস্ট দা রিডিমার- ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সুন্দর শিল্পকর্মটি যিশু খ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যীশুর মতোই মূর্তিটিরও লক্ষ্য আধুনিক সমাজকে রক্ষা করা
advertisement
3/8
কলেসিয়াম- ইতালির রোম শহরে অবস্থিত এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। এটি ৭০- ৮০ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত
advertisement
4/8
মোয়াই স্ট্যাচু- ১২৫০ থেকে ১৫০০ সালের মধ্যে সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। মুর্তিগুলির সকলের মাথা বড় আকারের
advertisement
5/8
পেট্রা: এটি জর্ডান শহরের প্রাচীন স্থাপত্য, সমাধি ও মন্দিরে গোলাপি বেলেপাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী ‘রোজ সিটি’ নামে পরিচিত হয়ে ওঠে
advertisement
6/8
তাজমহল- ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। ১৬৩২ সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে স্ত্রী-কে উৎসর্গ করে নির্মিত প্রেমের স্মৃতিসৌধ
advertisement
7/8
গ্রেট ওয়াল অফ চায়না: চীনের মহাপ্রাচীর বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো হিসেবে গণ্য করা হয়। প্রায় ৭,৩০০ কিলোমিটারের প্রাচীরটি মহাকাশ থেকেও দৃশ্যমান বলে জানা যায়
advertisement
8/8
গ্রেট পিরামিড অফ গিজা: খুফুর পিরামিড গিজার গোরস্থানের তিনটি পিরামিড এর মধ্যে সবচেয়ে বড়, যা প্রায় ৪৬০ ফুট উচ্চতা বিশিষ্ট। মিশরের এল গিজা নামক স্থানে অবস্থিত
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
7 Wonders Eco Park: একসঙ্গে দেখুন বিশ্বের সাত আশ্চর্যকে! কলকাতায় রয়েছে এই বেড়ানোর জায়গা