Lata Mangeshkar Related News: 'লতাদি'র ৭০০০ গান নিয়ে আর্কাইভ, শ্রীরামপুরের সঙ্গীতশিল্পীর বাড়িই যেন আস্ত সংগ্রহশালা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lata Mangeshkar: সমস্ত গানের অরিজিনাল গ্রামাফোন রেকর্ড, সিডি সহ যাবতীয় ক্যাসেট রয়েছে লতা মঙ্গেশকরের এই একনিষ্ঠ ভক্তের কাছে।
advertisement
1/5

পেশায় সঙ্গীতশিল্পী, ১৯৯০ সাল থেকে নিজেকে নিয়োজিত করেছেন লতা মঙ্গেশকর কে নিয়ে গবেষণায়। ৩৮ টি ভাষায় লতা মঙ্গেশকর এর গাওয়া প্রায় ৭০০০ গান নিয়ে আর্কাইভ তৈরি করেছেন তিনি।
advertisement
2/5
লতা মঙ্গেশকর গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায় ৩৮ টি ভাষায় লতা মঙ্গেশকর এর গাওয়া প্রায় ৭০০০ গান নিয়ে আর্কাইভ তৈরি করেছেন। সঙ্গীতশিল্পী দাবি করেছেন, দুটি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
advertisement
3/5
লতা মঙ্গেশকরের ১৫ খণ্ডের এনসাইক্লোপেডিয়া 'লতা গীতকোষ' শ্রীরামপুরে নিজের বাড়িতে আর্কাইভ করেছেন স্নেহাশিস চট্টোপাধ্যায়। গানের অরিজিনাল গ্রামাফোন রেকর্ড, সিডি সহ যাবতীয় ক্যাসেট রয়েছে তাঁর সংগ্রহে।
advertisement
4/5
স্নেহাশিস চট্টোপাধ্যায় ৬ বার দেখাও করেছেন সুর সম্রাজ্ঞীর সাথে। তার মধ্যে দুবার কলকাতাতেই। প্রিয় কিংবদন্তির বাড়িতেও গিয়েছেন। শেষবার লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল ২০০৬ সালে।
advertisement
5/5
একনিষ্ঠ গুণমুগ্ধ হিসেবে তিনি বছরের পর বছর ধরে লতা-বন্দনা করে চলেছেন। শ্রীরামপুর কলেজের সামনে একটি গানের স্কুল রয়েছে স্নেহাশিষ চট্টোপাধ্যায়ের। আজ প্রিয় গায়িকার মৃত্যুদিনে মন খারাপ সঙ্গীতশিল্পীর। তবে এমন দিনে তাঁর করা অসাধারণ কাজের জানা-অজানা দিকও জানলেন বহু মানুষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lata Mangeshkar Related News: 'লতাদি'র ৭০০০ গান নিয়ে আর্কাইভ, শ্রীরামপুরের সঙ্গীতশিল্পীর বাড়িই যেন আস্ত সংগ্রহশালা!