Bankura News: ঋতুকালীন ব্যবসা করেই দারুণ উপার্জন বাঁকুড়ার পরিবারে, ক্যালেন্ডার ছাপিয়েই রোজগার দম্পতির
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: অর্ডার মারফত ক্যালেন্ডারে বিজ্ঞাপন প্রিন্ট করেন স্বরূপ নিয়োগী। এছাড়াও স্বরূপ নিয়োগী জানান বাংলা ক্যালেন্ডারে লক্ষ্মী গণেশের চাহিদা বিপুল।
advertisement
1/5

বাঁকুড়ায় একটি পরিবার ঋতুকালীন এই ব্যবসা করে রীতিমতো সংসার চালাচ্ছেন। দম্পতি এবং মেয়েরা সকলে মিলে করছেন ক্যালেন্ডার প্রিন্ট।
advertisement
2/5
প্রায় নয় বছর ধরে এই কাজ করছে নিয়োগী পরিবার। বছরের শুরুতে এবং নববর্ষের সময় থাকে ক্যালেন্ডারের বিশেষ চাহিদা
advertisement
3/5
চিরাচরিত ভাবে দেব দেবীর ছবি লাগিয়ে নীচে তারিখ ঝোলানো ক্যালেন্ডার বেশি পছন্দ করছে মানুষ।
advertisement
4/5
অর্ডার মারফত ক্যালেন্ডারে বিজ্ঞাপন প্রিন্ট করেন স্বরূপ নিয়োগী। এছাড়াও স্বরূপ নিয়োগী জানান বাংলা ক্যালেন্ডারে লক্ষ্মী গণেশের চাহিদা বিপুল।
advertisement
5/5
এই ক্যালেন্ডার গুলি বিক্রি হয় বাজারে বাজারে। বছরের শুরুতে নয়, সারা বছরই চাহিদা থাকে ক্যালেন্ডারের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: ঋতুকালীন ব্যবসা করেই দারুণ উপার্জন বাঁকুড়ার পরিবারে, ক্যালেন্ডার ছাপিয়েই রোজগার দম্পতির