Sealdah-Kalyani AC Local: মরশুমের শীতলতম দিনে যাত্রী নিয়ে ছুটল শিয়ালদহ-কল্যানী AC লোকাল! কোন কোন স্টেশনে দাঁড়াবে? কত ভাড়া? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Sealdah-Kalyani AC Local: শিয়ালদহ–কল্যাণী এসি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে বিকাল ৩:৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৪:৫২ মিনিটে কল্যাণীতে পৌঁছবে। এবং কল্যাণী–শিয়ালদহ এসি ইএমইউ লোকাল কল্যাণী থেকে ১৭:০২ টায় ছেড়ে ১৮:২০ টায় শিয়ালদহে পৌঁছবে।
advertisement
1/6

*দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে কল্যানীতে এসে পৌঁছল এসি লোকাল ট্রেন। এর আগেই পূর্ব রেলের তরফ থেকে ঘোষনা করা হয়েছে শিয়ালদহ-কল্যানী এসি লোকাল ট্রেন।
advertisement
2/6
*কৃষ্ণনগর এবং রানাঘাট এসি লোকাল চালু হওয়ার পর নিত্য যাত্রীদের একাংশের দাবি ছিল অনেকদিন ধরেই কল্যানী থেকে একটি এসি লোকাল চালু করার জন্য।
advertisement
3/6
*কারণ দিনের পর দিন এসি লোকালের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই কারণে কৃষ্ণনগর কিংবা রানাঘাট থেকে এসি লোকাল ট্রেন ছাড়ার পর সেই ট্রেনে কল্যানী থেকে বসার জায়গা পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দিনেই।
advertisement
4/6
*শিয়ালদহ–কল্যাণী এসি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে বিকাল ৩:৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৪:৫২ মিনিটে কল্যাণীতে পৌঁছবে এবং কল্যাণী–শিয়ালদহ এসি ইএমইউ লোকাল কল্যাণী থেকে ১৭:০২ মিনিটে ছেড়ে ১৮:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
advertisement
5/6
*৪ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে কার্যকর হল। উভয় ট্রেনই সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। রেল কর্তৃপক্ষের দাবি, ফলে প্রতিদিন বহু যাত্রী উপকৃত হতে চলেছেন।
advertisement
6/6
*শিয়ালদহ–কল্যাণী রুটে এসি লোকাল চালু হলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এআইআইএমএস, কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী, কল্যাণী সংলগ্ন শিল্প, প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী কর্মজীবীদের সুবিধা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sealdah-Kalyani AC Local: মরশুমের শীতলতম দিনে যাত্রী নিয়ে ছুটল শিয়ালদহ-কল্যানী AC লোকাল! কোন কোন স্টেশনে দাঁড়াবে? কত ভাড়া? জানুন