Sea Beach: সি বিচে ভর্তি লোক নিয়ে পর্যটকদের গাড়ি, তলিয়ে যাচ্ছে চোরাবালিতে! দিঘার কাছে কী ভয়াবহ ঘটনা! গাড়ি নিয়ে সি বিচে গেলে কী হয়, মিলল হাতেনাতে প্রমাণ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Sea Beach: সৈকতের চোরা বালিতে আটকে যায় পর্যটকদের একটি প্রাইভেট গাড়ি।
advertisement
1/5

সমুদ্র বিচে বিপত্তি, নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্র বিচে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, জোর শোরগোল খেজুরিতে। প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সি-বিচে গাড়ি চালাতে গিয়ে জোয়ারের জলে সমুদ্রে তলিয়ে যেতে থাকে পর্যটকদের গাড়ি।
advertisement
2/5
সৈকতের চোরা বালিতে আটকে যায় পর্যটকদের একটি প্রাইভেট গাড়ি। খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানা এলাকার হিজলি সমুদ্র সৈকতের ঘটনা।
advertisement
3/5
জানা গেছে, বেশ কয়েকজন পর্যটক গাড়ি নিয়ে সি-বিচে জলের ওপর ড্রাইভ করতে গেলে গাড়িটি তলিয়ে যেতে থাকে, পরে চোরা বালি ও কাদায় আটকে যায়।
advertisement
4/5
এক সময় জোয়ারের জল বেড়ে যাওয়ায় স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় গাড়িটি তোলার চেষ্টা করা হয়।
advertisement
5/5
কিন্তু চেষ্টা ব্যর্থ হলে স্থানীয় পুলিশের সহযোগিতায় দুখানা ট্রাক্টর নিয়ে এসে গাড়িটিকে কোনরকম জল থেকে ডাঙায় তোলা হয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sea Beach: সি বিচে ভর্তি লোক নিয়ে পর্যটকদের গাড়ি, তলিয়ে যাচ্ছে চোরাবালিতে! দিঘার কাছে কী ভয়াবহ ঘটনা! গাড়ি নিয়ে সি বিচে গেলে কী হয়, মিলল হাতেনাতে প্রমাণ