East Bardhaman News: প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয় করলেন কালনার সায়নী দাস
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয় করল পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস।
advertisement
1/6

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নী। কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস। ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি তার। তারপর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সে নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তুলেছে।
advertisement
2/6
সায়নীর স্বপ্ন বা ইচ্ছা সে সপ্তসিন্ধু জয় করবে। এর আগে সায়নী ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা , মলোকাই এবং কুক প্রণালী জয় করেছিল। এবার নর্থ চ্যানেল জয় করে মোট পাঁচটা চ্যানেল জয় করল। বর্তমানে বাকি রয়েছে সুগারু ও জিব্রাল্টার।
advertisement
3/6
সায়নী জানিয়েছে,
advertisement
4/6
প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয় করল পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস। ৩০ আগস্ট ১৩ ঘন্টা ২২ মিনিট ৩৮ সেকেন্ড সাঁতার কেটে সে সপ্ত সিন্ধুর পঞ্চম সিন্ধু জয় করল।
advertisement
5/6
তবে এই নর্থ চ্যানেল জয়লাভ করা সায়নীর কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তার কারণ শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে কেউ সপ্ত সিন্ধুর এই পঞ্চম চ্যানেল জয় করতে পারেনি। কিন্তু এখন সব মিলিয়ে সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল জয় করে ফেলেছে সায়নী।
advertisement
6/6
সুগারু ও জিব্রাল্টার চ্যানেল জয় করা এখন লক্ষ্য সায়নীর। মধ্যবিত্ত পরিবারের পেয়ের এহেন সাফল্যে খুশির হাওয়া কালনা শহর জুড়ে। সায়নীর দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বহু মানুষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয় করলেন কালনার সায়নী দাস