Saraswati Puja 2023: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
- Published by:Raima Chakraborty
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Saraswati Puja 2023: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় স্কুলে।
advertisement
1/6

স্কুলে হবে না সরস্বতী পুজো। স্কুলের ছাত্র সংখ্যা মাত্র এক! (তথ্য ও ছবি-- সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র)
advertisement
2/6
বাগদেবীর আরাধনা নিয়ে তৎপরতা যখন সব স্কুলে স্কুলে, তখন সরস্বতী পুজো নিয়ে কোনও রকম কোন প্রস্তুতিই নেই পূর্ব মেদিনীপুরের এই স্কুলে।
advertisement
3/6
রীতিমতো ছাত্র সংকটে ভুগতে থাকা স্কুলটি এখন প্রায় বন্ধের মুখে। সংকটে পূর্ব মেদিনীপুরের তমলুকের আলুয়াচক জুনিয়র হাইস্কুল।
advertisement
4/6
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় স্কুলে। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র একজন। সেই একজন ছাত্রকে আবার পড়াতে শিক্ষক আসেন তিনজন।
advertisement
5/6
স্বাভাবিক ভাবেই সেই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন দেখা গেল না পুজোর একদিন আগেও।
advertisement
6/6
বিদ্যালয়ে পড়ুয়া না থাকার কারণ হিসেবে স্থানীয় অভিভাবকদের দিকে আঙুল তুলছেন শিক্ষকরা। শুধু তাই নয় বিদ্যালয় প্রাঙ্গনে অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ তাঁদের। (তথ্য ও ছবি-- সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2023: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া