TRENDING:

জঞ্জাল পরিষ্কার করছেন পুরসভার চেয়ারম্যান! শান্তিপুরে বেনজির ছবি, কতদিন চলবে এই সাফাই অভি‌যান?

Last Updated:
Municipality Chairman Cleaning Garbage: এদিন পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি নিজে কোদাল হাতে জঞ্জাল পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন। বিসর্জন ঘাটের জলে জমে থাকা নোংরা আবর্জনা তুলতে এবং রাস্তায় ঝাড়ু দিতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
advertisement
1/6
জঞ্জাল পরিষ্কার করছেন পুরসভার চেয়ারম্যান! পুজোর আবহে শান্তিপুরে বেনজির ছবি
গান্ধিজির জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান পালন শুরু করল করল শান্তিপুর পৌরসভা। কোদাল ও ঝাড়ু হাতে স্বয়ং পৌরপতিকে রাস্তায় দেখা গেল। <strong>(ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)</strong>
advertisement
2/6
আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিনে দেশজুড়ে পালিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। সেই উপলক্ষে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শহরে শুরু হল এক সপ্তাহব্যাপী স্বচ্ছ ভারত অভিযান।
advertisement
3/6
আজ সকালে শান্তিপুর পৌরসভা থেকে মতিগঞ্জ বিসর্জন ঘাট পর্যন্ত এক বর্ণাঢ্য র&#x200d;্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র&#x200d;্যালির পর পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পৌরপতি নিজে কোদাল হাতে জঞ্জাল পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন।
advertisement
4/6
শুধু তাই নয়, বিসর্জন ঘাটের জলে জমে থাকা নোংরা আবর্জনা তুলতে এবং রাস্তায় ঝাড়ু দিতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
advertisement
5/6
এই উদ্যোগে সঙ্গে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ দে এবং শান্তিপুর পৌরসভার নির্মল কর্মী মহিলারা। সকলে মিলে এলাকাকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক বার্তাও দেন।
advertisement
6/6
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, গান্ধিজির স্বপ্নের ভারত গড়ে তুলতে প্রতিটি নাগরিকেরই পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। <strong>(ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জঞ্জাল পরিষ্কার করছেন পুরসভার চেয়ারম্যান! শান্তিপুরে বেনজির ছবি, কতদিন চলবে এই সাফাই অভি‌যান?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল