শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছেন? সুখবর! বিশ্বভারতীর দরজা ফের খুলছে পর্যটকদের জন্য, প্রতি রবিবার হবে হেরিটেজ ওয়াক! টিকিটমূল্য কত?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Visva-Bharati Santiniketan: বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের এবার অন্তত প্রতীক্ষার অবসান। বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণে আর রইল না প্রবেশের নিষেধাজ্ঞা।
advertisement
1/5

বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের এবার অন্তত প্রতীক্ষার অবসান। বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণে আর রইল না প্রবেশের নিষেধাজ্ঞা। দূর দূরান্তের দেশ-বিদেশের পর্যটকেরা এবার থেকে ঘুরে দেখতে পারবেন। আপাতত সপ্তাহে একদিন রবিবার রবীন্দ্রভবন থেকে টিকিট কেটেই প্রবেশ করতে পারবেন ক্যাম্পাসে। সামনের মাসের রবিবার শুরু হবে প্রবেশ। শীঘ্রই চালু হতে চলেছে অনলাইন টিকিটের ব্যবস্থাও।
advertisement
2/5
প্রসঙ্গত আজ থেকে প্রায় কয়েক বছর আগে পর্যন্ত পিছিয়ে গেলেও সেখানে, পর্যটকদের জন্য অবারিত দ্বার ছিল বিশ্বভারতীর ক্যাম্পাস। ছিল না এত নিয়মের বেড়াজাল। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠভবনের পঠন-পাঠন শেষে পর্যটকেরা ঘুরে দেখতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাঙ্গণ। তবে তারপরেই ভয়াবহ সেই কোভিড পরিস্থিতি সময় থেকে ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। তারপর থেকে আর পর্যটকদের জন্য খোলা হয়নি ক্যাম্পাস।
advertisement
3/5
অন্যদিকে প্রায় বছরখানেক আগে অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় সহ আশ্রম প্রাঙ্গণ শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ইউনেসকো। এরপরই স্থায়ী এবং নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ চলতি বছরে যোগদান করার পর থেকেই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য, সম্পদ রক্ষায় তৎপর হন। আপাতত আগস্ট থেকে প্রতি রবিবারই বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন আগত পর্যটকেরা।
advertisement
4/5
তবে এবার প্রশ্ন কীভাবে প্রবেশ করতে পারবেন! এর জন্য রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট সংগ্রহ করতে পারবেন পর্যটকেরা। টোটো বা অন্য কোনও যানবাহন নয়, হেঁটেই ঘুরতে হবে বোলপুর শান্তিনিকেতন আগত পর্যটকদের। এক সঙ্গে ২৫ জনের একটি করে পর্যটকদের ব্যাচকে ঘুরে দেখানো হবে। দিনে ৪ বার একটি করে পর্যটকদের ব্যাচ ঘুরে দেখার সুযোগ পাবে। সকাল সাড়ে ১০টায় একটি ব্যাচ, সাড়ে ১১টায় একটি ও দুপুর আড়াইটায় একটি ব্যাচ ও সাড়ে ৩ টেয় শেষ ব্যাচ ঘুরে দেখতে পারবেন ক্যাম্পাস।
advertisement
5/5
এতো গেল ঘুরে দেখার কথা। এবার প্রশ্ন ঘুরে দেখতে কত টাকার টিকিট কাটতে হবে? এই বিষয়ে জানা যায় ক্যাম্পাস ঘুরে দেখতে মাথাপিছু ৩০০ টাকা। পড়ুয়াদের কোনও ব্যাচ ঘুরে দেখতে এলে মাথাপিছু ৫০ টাকা। একক পড়ুয়ার ক্ষেত্রে মাথাপিছু ১৫০ টাকা। এর পাশাপাশি বিদেশি পর্যটকদের মাথাপিছু টিকিট মূল্য ১০০০ টাকা। রবীন্দ্রভবনের ক্ষেত্রে টিকিটের দাম অপরিবর্তিত। মাথাপিছু ১০০ টাকা, গাইড নিলে মাথাপিছু ২৫০ টাকা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছেন? সুখবর! বিশ্বভারতীর দরজা ফের খুলছে পর্যটকদের জন্য, প্রতি রবিবার হবে হেরিটেজ ওয়াক! টিকিটমূল্য কত?