Makar Sankranti 2023: প্রতি মকর-সংক্রান্তিতেই চলে এই বিশেষ পাতা-স্নান, কত বছরের পুরনো এই স্নান যাত্রা? শুনলে অবাক হবেন
- Published by:Rachana Majumder
- Written by:Sujit Bhoumik
Last Updated:
পাতা স্নান উপলক্ষে মেলাও বসেছে খেজুরির এই উপকূলবর্তী গ্রামটিতে।
advertisement
1/5

সাগরদ্বীপের উল্টোদিকেই অবস্থান নদী ঘেঁষা সমুদ্র তীরবর্তী গ্রাম খেজুরির দক্ষিণ কলাগাছিয়ার। হলদি নদীর শেষ আর বঙ্গোপসাগরের শুরুটা যেখানে, প্রতিবারের মতো আজ সেখানেও চলছে পুণ্যস্নান।
advertisement
2/5
শুধু খেজুরি নয়। খেজুরির-সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এখানে এসেছেন পুণ্যস্নানে।
advertisement
3/5
প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে এখানে এই স্নানযাত্রা।
advertisement
4/5
আজ রবিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ স্নান সারেন। এই স্নান পাতা-স্নান নামে পরিচিত৷
advertisement
5/5
পাতা স্নান উপলক্ষে মেলাও বসেছে খেজুরির এই উপকূলবর্তী গ্রামটিতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Makar Sankranti 2023: প্রতি মকর-সংক্রান্তিতেই চলে এই বিশেষ পাতা-স্নান, কত বছরের পুরনো এই স্নান যাত্রা? শুনলে অবাক হবেন