Sandip Ghosh-RG Kar Case: 'নট দ্য প্রিন্সিপাল', সন্দীপ ঘোষদের নামের পাশে জুড়ছে নতুন শব্দ! তোলপাড় সোশ্যাল মিডিয়া
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sandip Ghosh-RG Kar Case: এমন বহু সন্দীপ বা সন্দীপ ঘোষ নামের ব্যক্তিরা, এখন পড়েছেন মহা সমস্যায়।
advertisement
1/6

নাম বিভ্রাটে বিড়ম্বনায় এখন সন্দীপ ঘোষরা! শুনতে কিছুটা অবাক মনে হলেও এখন সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় সন্দীপ ঘোষ নামের ব্যক্তিরা নিজেদের আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে আলাদা করতে বেছে নিচ্ছেন বিশেষ পদ্ধতি। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই পদ্ধতি।
advertisement
2/6
তবে এই সন্দীপ ঘোষ নামের ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া সহ সমাজে নানা ভাবে কটুক্তি ও বিদ্রুপের শিকার হতে হচ্ছে, তাই নাম বিভ্রাটে এখন মহা সমস্যায় পড়েছেন এ হেন সন্দীপ ঘোষ-রা। পানিহাটির এক বাচিক শিল্পী জানান, বন্ধুবান্ধব থেকে আত্মীয় প্রতিবেশীরা সবাই ট্রোল করছে আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জড়িয়ে। আর তিনি যে সেই সন্দীপ ঘোষ নন, এটা বোঝাতেই প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে তাকে। ফলে কিছুটা মানসিকভাবেও ভেঙে পড়ছেন পানিহাটির সন্দীপ ঘোষ।
advertisement
3/6
এমন বহু সন্দীপ বা সন্দীপ ঘোষ নামের ব্যক্তিরা, তাই এখন পড়েছেন মহা সমস্যায়। আরজি করে চিকিৎসক তরুণী নৃশংস খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে এসেছে বারংবার। আর সেই নামের মিল থাকার কারণেই ফেসবুক সহ নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে সন্দীপ ঘোষদের।
advertisement
4/6
নিজেদের আলাদা করার জন্য তাই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজেদের প্রোফাইলে নামের পাশে লিখে দিচ্ছেন 'নট দ্য প্রিন্সিপাল'। স্ত্রী সহ পরিবারও বিষয়টি নিয়ে হচ্ছেন বিব্রতর শিকার। সমনাম হয়ে বিড়ম্বনায় আরও এক সন্দীপ ঘোষ। তাঁর তো আবার নাম পদবীর সঙ্গে মিলে গিয়েছে পেশাও। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডের পর তাকেও নানা ভাবে মেসেজ করছেন অনেকে।
advertisement
5/6
সামাজিক মাধ্যমে তিনিও হেনস্থার শিকার হচ্ছিলেন। বাধ্য হয়ে নিজেকে আলাদা করতে তিনিও নিজের নামের পাশে লেখেন ‘নট দ্য প্রিন্সিপ্যাল’। আপাতত সেটাই ওই সন্দীপের ফেসবুক নাম। সোশ্যাল মিডিয়ায় এখন সন্দীপ ঘোষ টাইপ করলেই দেখা যাচ্ছে, সার্চ লিস্টে আসা বেশিরভাগ সন্দীপ ঘোষের নামের পাশেই লেখা 'নট দ্য প্রিন্সিপ্যাল'।
advertisement
6/6
ফলে মনে করা হচ্ছে আরজিকর কাণ্ডে নাম জড়ানো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামের প্রতি এতটাই ক্ষোভ জন্মেছে মানুষের যে, সমনামের সব সন্দীপ ঘোষ-ই পড়ছেন চরম বিড়ম্বনায়। তাই নিজেদের আলাদা করার জন্যই এমন অভিনব ভাবনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sandip Ghosh-RG Kar Case: 'নট দ্য প্রিন্সিপাল', সন্দীপ ঘোষদের নামের পাশে জুড়ছে নতুন শব্দ! তোলপাড় সোশ্যাল মিডিয়া