South 24 Parganas News: ফিটনেস টেস্টে পাশ সুন্দরবনের অধিকাংশ বোট, পর্যটক বাড়ছে না কমছে? বহাল ধোঁয়াশা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
ফিটনেস টেস্টে পাশ করল সুন্দরবনের অধিকাংশ ট্যুরিস্ট বোট। ৬৩৪ টি বোট পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে অনুত্তীর্ণ কেবল পাঁচটি বোট। আরও পাঁচটির ফলপ্রকাশ এখনও হয়নি।
advertisement
1/5

ফিটনেস টেস্টে পাশ করল সুন্দরবনের অধিকাংশ ট্যুরিস্ট বোট। ৬৩৪ টি বোট পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে অনুত্তীর্ণ কেবল পাঁচটি বোট। আরও পাঁচটির ফলপ্রকাশ এখনও হয়নি।
advertisement
2/5
ফলে রিপোর্ট বলছে পর্যটকদের নিয়ে যাতায়াত করে যে বোটগুলি তা সম্পূর্ণ নিরাপদ। গোসাবা, বাসন্তী, ঝড়খালি, নামখানা, পাথরপ্রতিমায় দফায় দফায় বোটের পরীক্ষা হয়েছিল।
advertisement
3/5
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সুন্দরবন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি জানিয়েছেন রণথম্ভোরের জঙ্গলে প্রায় ১৯ লক্ষ পর্যটক যায়, কিন্তু সুন্দরবনে সেই সংখ্যা ৯ লক্ষ ছাড়ায় না।
advertisement
4/5
এদিকে এই প্রশ্নে স্বভাবতই পাল্টা উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে দেশের অন্য জঙ্গলের থেকে এই জঙ্গলের চরিত্র আলাদা। এখানে পর্যটন হয় নদীকেন্দ্রিক।
advertisement
5/5
এই জঙ্গলে বাঘের মুখোমুখি পর্যটকরা সচারাচর হন না। সেজন্য বাঘ দেখতে না পেয়ে অনেকেই আসেন না। বাঘ দেখার জন্য পর্যটকরা এখানে আসেন না। কিন্তু পর্যটকদের সংখ্যা বেড়েছে। এখন দেখার সুন্দরবনের পর্যটনে কি জোয়ার আসে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফিটনেস টেস্টে পাশ সুন্দরবনের অধিকাংশ বোট, পর্যটক বাড়ছে না কমছে? বহাল ধোঁয়াশা