TRENDING:

পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো বৌ...! মজার মজার পোস্টারে ভরা বর্ধমানের ফেরিওয়ালার ভ্যান, রয়েছে সচেতনতামূলক বার্তাও

Last Updated:
ভ্যানের মধ্যে লাগানো ট্র্যাফিক আইন মেনে চলুন/ সাবধানে গাড়ি চালাও লেখা বোর্ড, এমনকি লাগানো রয়েছে নম্বর প্লেট। ভাবছেন তো রাজ্য সরকারের তরফে কোনও সচেতনতামূলক প্রচার চলছে? আজ্ঞে না, এই বার্তা সমাজে ছড়িয়ে দিচ্ছে এক নিতান্ত ফেরিওয়ালা।
advertisement
1/5
পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো বৌ...! মজার মজার পোস্টারে ভরা বর্ধমানের ফেরিওয়ালার ভ্যান
ভ্যানের মধ্যে লাগানো ট্র্যাফিক আইন মেনে চলুন/ সাবধানে গাড়ি চালাও লেখা বোর্ড, এমনকি লাগানো রয়েছে নম্বর প্লেট। ভাবছেন তো রাজ্য সরকারের তরফে কোনও সচেতনতামূলক প্রচার চলছে? আজ্ঞে না, এই বার্তা সমাজে ছড়িয়ে দিচ্ছেন এক নিতান্ত ফেরিওয়ালা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
একটি ভ্যানকে সাজিয়ে শহরের অলিতে-গলিতে কয়েত বেল বিক্রি করেন বর্ধমান শহরের বড়নীলপুরের বাসিন্দা শান্তি সাহা। বয়স ৬০ ছুঁয়েছে। প্রায় ২৫ বছর ধরে ফল ও কয়েত বেল মাখা ফেরি করেই সংসার চালান তিনি। কয়েত বেল ফেরি করার ভ্যানে তাঁর বিভিন্ন রকমের পোস্টার নজর কাড়ছে শহর বর্ধমানে।
advertisement
3/5
নীলপুর, পুলিশ লাইন, বীরহাটা, বড়বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফল বিক্রির ফাঁকেই চলে এই সচেতনতা। শান্তিকে অনেকেই চেনেন তাঁর ভ্যানে থাকা পোস্টারের জন্য। ভ্যানে সাদা কাগজে লাল কালিতে লেখা রয়েছে নানারকম উক্তি। শুধু সচেতনতামূলক বার্তায় নয় তার ভ্যানে রয়েছে নানা মজার উক্তিও। যেমন- ‘চাল পুরনো হলে ভাতে বাড়ে, বউ পুরনো হলে ওজনে বাড়ে’। তার ভ্যানের সেইসব উক্তি পড়ে ক্রেতারা কখনও হাসেন কখনও আবার সচেতন হন।
advertisement
4/5
কিন্ত কেন এই উদ্যোগ? তিনি বলেন, লকডাউনের পর দেখি মানুষের মুখে হাসি নেই। সবাই যেন কেমন ঝিমিয়ে পড়েছিল। তাই লকডাউনের পর থেকেই এই উদ্যোগ। ব্যবসা করার পাশাপাশি লোককে আনন্দ দেওয়ারও চেষ্টা করি। আবার অনেকে আমার দেন দেখে কৌতূহলবশত এগিয়ে আসেন। পোস্টারগুলি এইভাবে জনপ্রিয় হতে দেখেই চিন্তা করি মানুষকে সচেতন করার মতো কিছু পোস্টার দিতে হবে। সেই থেকেই ট্র্যাফিক আইন নিয়ে পোস্টার দেওয়া।
advertisement
5/5
বছরে অন্যান্য সময় ফল বিক্রি করেন তিনি এবং কয়েত বেলের সময় কয়েত বেল মাখা বিক্রি করেন আর এই দিয়েই চলে সংসার। ঘরে স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার। মেয়ের বিয়ে হয়ে গেছে। তিনি আরও বলেন, "খবরের কাগজে, টিভিতে দেখি প্রতিদিন অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়। ফল ফেরি করতে গিয়েও কত দূর্ঘটনা চোখের সামনে দেখি, সেই থেকেই ট্র্যাফিক নিয়ে সচেতনতার পোস্টার তৈরি করা। অনেকে দেখে বলেন, ভাল কাজ করেছেন। মানুষ সচেতন হলেই এই কাজের সার্থক হবে।" (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো বৌ...! মজার মজার পোস্টারে ভরা বর্ধমানের ফেরিওয়ালার ভ্যান, রয়েছে সচেতনতামূলক বার্তাও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল