জঙ্গলমহলের মহিলাদের চাপড়া ষষ্ঠী পালন! এই ব্রত কেন করা হয়? আজও অনেকে জানেন না সেই কারণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Chapra Sasthi: একই উৎসবের অনেক নাম, কেউ বলেন অক্ষয় ষষ্ঠী, কেউ আবার বলেন মন্থন ষষ্ঠী
advertisement
1/6

<strong>ঝাড়গ্ৰাম, তন্ময় নন্দীঃ</strong> প্রতি বছর ভাদ্র মাসের শুক্লষষ্ঠীর তিথিতে পালিত হয় চাপড়া ষষ্ঠী। মূলত সন্তান-সন্ততির মঙ্গল কামনায় মায়েরা চাপড়া ষষ্ঠী বা ঝিঙে ষষ্ঠী পালন করে থাকেন।
advertisement
2/6
শহুরে জীবনে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন হলেও ছোট-ছোট আঞ্চলিক ধর্মীয় রীতি রেওয়াজের চল প্রায় নেই বললেই চলে। সেই রকমই একটি উৎসব চাপড়া ষষ্ঠী। (ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)
advertisement
3/6
জঙ্গলমহলের বিভিন্ন স্থানে একাধিক নিয়ম মেনে এই দিন সব মায়েরা তাঁর সন্তানের মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর পুজো করেন। বিভিন্ন ধরনের কলাই (ডাল জাতীয় শস্য) খাওয়ার চল রয়েছে। (ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)
advertisement
4/6
এদিন গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলির মহিলারা মহাসমারোহে চাপড়া ষষ্ঠী পালন করেন। গ্রামের মহিলারা নদী তীরে অস্থায়ীভাবে কলাগাছ, হলুদগাছ, বাঁশ গাছ, দধি তৈরির মন্থন দন্ড সহ একাধিক উপাচার প্রতিস্থাপন করে ব্রত পালন করেন। (ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)
advertisement
5/6
নারকেলের পাতার খিল দিয়ে নৌকা তৈরি করে পুজোর শেষে নৌকা ভাসিয়ে দেওয়া হয়। সুবর্ণরেখা নদীর জলে অর্ঘ্য নিবেদন করেন মহিলারা। একই উৎসবের অনেক নাম, কেউ বলেন অক্ষয় ষষ্ঠী, কেউ আবার বলেন মন্থন ষষ্ঠী। (ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)
advertisement
6/6
প্রতি মাসের শুক্লাষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে পুজিত হন মা ষষ্ঠী। জৈষ্ঠ্য মাসে অরণ্যষষ্ঠী, শ্রাবণ মাসে লুন্ঠনষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গাষষ্ঠী বা বোধন ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটাই ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী পালিত হয়। (ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জঙ্গলমহলের মহিলাদের চাপড়া ষষ্ঠী পালন! এই ব্রত কেন করা হয়? আজও অনেকে জানেন না সেই কারণ