RG Kar Protest: মার্কিন মুলুকে জায়গায় জায়গায় বাংলায় প্ল্যাকার্ড! 'জাস্টিস' চেয়ে সরব প্রতিবাদ
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
RG Kar Protest: মার্কিন মুলুকে বাংলায় লেখা প্ল্যাকার্ডের সুনামি। আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের ন্যায় বিচার চেয়ে জায়গায় জায়গায় প্রতিবাদ
advertisement
1/6

ভারতের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ থেকে আমেরিকা সর্বত্র আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চেয়ে পথে নামল মানুষ।
advertisement
2/6
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আরও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। অনাবাসী বাঙালিদের পাশাপাশি তাঁরাও গ্লোবাল প্রটেস্ট ডে-তে ন্যায়বিচার চেয়ে পথে নেমেছেন।
advertisement
3/6
মার্কিন মুলকের ফ্রিস্কো থেকে সুইজারল্যান্ডের জুরিখ, লন্ডন থেকে নিউইয়র্ক সর্বত্র প্ল্যাকার্ড, ছবি হাতে প্রতিবাদে সামিল হতে দেখা যায় আমজনতাকে।
advertisement
4/6
শুধু বাঙালিরা নয়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সহ পৃথিবীর প্রায় ১০০ টি দেশের বিভিন্ন শহরে প্রতিবাদে সামিল হন জনগণ।
advertisement
5/6
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে আরজি করের মৃত চিকিৎসকের ন্যায় বিচারের দাবি জানায় মানুষ।
advertisement
6/6
আমেরিকার বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বেলে, প্ল্যাকার্ড তুলে ধরে গান শ্লোগানে সরব প্রতিবাদ জানিয়েছেন অনাবাসী বাঙালিরা। তাঁদের সেই প্রতিবাদে স্থানীয় মার্কিনীদের অনেকেও যোগ দেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: মার্কিন মুলুকে জায়গায় জায়গায় বাংলায় প্ল্যাকার্ড! 'জাস্টিস' চেয়ে সরব প্রতিবাদ