Birbhum News: বীরভূমে রুদ্ধশ্বাস অভিযান! দমকল-গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় নতুন জীবন পেল অবলা প্রাণী, আধ ঘণ্টার টানটান অ্যাকশনে মিলল সাফল্য
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: এদিন পাঁচিল ভেঙে ষাঁড়টিকে উদ্ধার করা হয়। গ্রামবাসী ও দমকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় বেঁচে যাওয়া এই অবলা প্রাণ যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
advertisement
1/5

দমকল ও গ্রামবাসীদের রুদ্ধশ্বাস প্রচেষ্টায় নতুন জীবন পেল অবলা প্রাণী। এক অবলা প্রাণীর জীবনের লড়াই যেন পুরো গ্রামকে মানবিকতার বন্ধনে বেঁধে ফেলল। বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি ১ নম্বর ব্লকের পূর্ব কালীপুরের ডোমপাড়ায় শনিবার রাতভর ঘটে এমনই এক নাটকীয় ঘটনা। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে একটি ষাঁড় স্থানীয় এক সরু গলির মধ্যে ঢুকে পড়ে এবং পরে একটি বাড়ির দেওয়াল ও পাঁচিলের মাঝে আটকে যায়। রাতভর প্রাণপণ চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে না পেরে ক্লান্ত হয়ে পড়ে প্রাণীটি। এলাকাবাসীরাও প্রথমে ভেবেছিলেন, হয়তো ষাঁড়টিকে আর বাঁচানো সম্ভব হবে না।
advertisement
3/5
তবে হাল না ছেড়ে রবিবার সকালে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় সিউড়ি দমকল কেন্দ্রের কর্মীরা। চারপাশে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি পর্যালোচনা করে দমকল কর্মীরা জানান, পাঁচিলের একাংশ না ভাঙলে উদ্ধার সম্ভব নয়।
advertisement
4/5
পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে পাঁচিলের মালিক দেওয়ালের অংশ ভাঙার অনুমতি দেন। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টা শেষে আটকে পড়া ষাঁড়টি উদ্ধার হয়। ঘটনাস্থলে তখন হাততালির ঢেউ ওঠে।
advertisement
5/5
উদ্ধারের পর প্রথমে অনেকে আশঙ্কা করেছিলেন, দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে ষাঁড়টির প্রাণহানি ঘটেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর দেখা যায়, সে নিজেই পায়ে হেঁটে ধীরে ধীরে স্থান ত্যাগ করছে। গ্রামবাসী ও দমকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় বেঁচে যাওয়া এই অবলা প্রাণ যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূমে রুদ্ধশ্বাস অভিযান! দমকল-গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় নতুন জীবন পেল অবলা প্রাণী, আধ ঘণ্টার টানটান অ্যাকশনে মিলল সাফল্য