TRENDING:

North 24 Parganas News: নতুন বছরের শুরুতেই বন্ধ বেলঘরিয়া ফ্লাইওভার! শুরু হবে সংস্কারের কাজ, জানুন বিকল্প রাস্তা

Last Updated:
নতুন বছরের শুরুতেই বন্ধ বেলঘরিয়া ফ্লাইওভার! শুরু হবে সংস্কারের কাজ, জানেন কি হচ্ছে বিকল্প রাস্তা
advertisement
1/6
নতুন বছরের শুরুতেই বন্ধ বেলঘরিয়া ফ্লাইওভার! শুরু হবে সংস্কারের কাজ, জানুন  বিকল্প রাস্তা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: নতুন বছরের শুরুতেই বন্ধ বেলঘরিয়া ফ্লাইওভার! শুরু হবে সংস্কারের কাজ, খোঁজ চলছে বিকল্প রাস্তা। উড়ালপুলটি সম্পূর্ণ বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামারহাটি পুরসভায় পূর্ত দফতর, রেল, পুলিশ ও পুরসভার আধিকারিকদের নিয়ে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত
advertisement
2/6
কিছুদিন আগেই বেলঘরিয়া উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে ইঞ্জিনিয়াররা অবিলম্বে সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানান। সেই অনুযায়ী ডিসেম্বরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উড়ালপুল পরিদর্শন করে লোড টেস্টও করে। পরীক্ষায় উড়ালপুলের দুই দিকের মোট ১২টি গার্ডারে ত্রুটি ধরা পড়ে। একদিকে পাঁচটি এবং অন্যদিকে সাতটি গার্ডারে সমস্যা রয়েছে বলে জানান বিশেষজ্ঞ দল
advertisement
3/6
এরপরই প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে উড়ালপুল সম্পূর্ণ বন্ধ করে সংস্কারের কাজ শুরু হবে। কাজ চলাকালীন যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ২ ও ৪ নম্বর রেলগেটের রাস্তা-সহ অন্যান্য সম্ভাব্য বিকল্প পথ পরিদর্শন করে খতিয়ে দেখেন আধিকারিকরা
advertisement
4/6
উত্তর শহরতলির মানুষের কাছে যাতায়াতের অন্যতম লাইফলাইন এই বেলঘরিয়া ফ্লাইওভার। বি টি রোড, যশোর রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগকারী এই উড়ালপুল দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। ফলে ফ্লাইওভার বন্ধ থাকাকালীন যাতে সাধারণ মানুষকে অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে
advertisement
5/6
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, বেলঘরিয়া ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষায় মোট ১২টি গার্ডারের ত্রুটি ধরা পড়েছে। রেল-সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহেই উড়ালপুল বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু হবে। বিকল্প রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে
advertisement
6/6
প্রশাসনের দাবি, ফ্লাইওভারের গুরুত্বের কথা মাথায় রেখে দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যেই সংস্কারের কাজ শেষ করার চেষ্টা করা হবে। এখন দেখার গুরুত্বপূর্ণ এই সংযোগ রক্ষাকারী উড়ালপুল বন্ধ থাকায় বিকল্প রাস্তায় কতটা হয়রানির শিকার হতে হয় মানুষকে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নতুন বছরের শুরুতেই বন্ধ বেলঘরিয়া ফ্লাইওভার! শুরু হবে সংস্কারের কাজ, জানুন বিকল্প রাস্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল