Red Alert For Rain: বাংলা ভাসাতে আসছে নিম্নচাপের মোক্ষম ছোবল, একাধিক জেলায় রেড অ্যালার্ট, কলকাতা সহ জেলায় জেলায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
এই সপ্তাহেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না গোটা বাংলা, দক্ষিণবঙ্গের মতো উত্তরও বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জারি হলুদ সর্তকতা ...
advertisement
1/16

বঙ্গোপসাগর সন্নিহিত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে তোলপাড়৷ নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ৷ ৪৮ ঘণ্টায় ফের একবার ফের একবার বাংলার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা বাতাস বইবে। গড়ে ৩৫ কিমি -৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া তবে যখন নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগ স্পর্শ করবে তখন বাতাসের সর্বোচ্চ গতি ৫৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে৷ Photo Courtesy- IMD Kolkata/ X Account
advertisement
2/16
বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।
advertisement
3/16
আইএমডি কলকাতার পূর্বাভাস অনুসারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ অর্থাৎ ২০ সেমি -র বেশিও হতে পারে বৃষ্টি৷
advertisement
4/16
এছাড়াও ১৪ তারিখে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিয়ে গড়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে হাওয়া বয়ে যাবে৷ ঝোড়ো হাওয়ার গাস্টিং স্পিড সর্বোচ্চ হতে পারে ৫০ কিমি পর্যন্ত৷
advertisement
5/16
বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আইএমডি৷
advertisement
6/16
এদিকে এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের জন্য উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এর ফলে ৭-২০ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
7/16
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
advertisement
8/16
বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে৷ এই জেলগুলিতে ৭ -১১ সেমি বৃষ্টি হতে পারে৷
advertisement
9/16
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবারেও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে।
advertisement
10/16
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
advertisement
11/16
বৃষ্টির হাত থেকে রেহাই নেই এই সপ্তাহেও টানা বৃষ্টি চলবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতেই দফায় দফায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
advertisement
12/16
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরের অন্য দুই জেলা কালিম্পং এবং কুচবিহারে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
13/16
উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার এবং শনিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় জারি হয়েছে হলুদ সর্তকতা।
advertisement
14/16
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং কোচবিহার জেলায়।
advertisement
15/16
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ।
advertisement
16/16
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হের ফের হবেনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Red Alert For Rain: বাংলা ভাসাতে আসছে নিম্নচাপের মোক্ষম ছোবল, একাধিক জেলায় রেড অ্যালার্ট, কলকাতা সহ জেলায় জেলায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি