TRENDING:

Record Temperature: বেদম দৌড়চ্ছে তাপমাত্রা, এবার কি পানাগড় পঞ্চাশ! নতুন রেকর্ডের পথে তাপের খেলা

Last Updated:
Record Temperature: তাপমাত্রার রেকর্ডে নাজেহাল পানাগড়, জ্বলছে জেলা, জেলা...
advertisement
1/6
বেদম দৌড়চ্ছে তাপমাত্রা, এবার কি পানাগড় পঞ্চাশ! নতুন রেকর্ডের পথে তাপের খেলা
: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। প্রতিদিনই চড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি তাপমাত্রার কোঠা ছাড়িয়েছে পানাগড়। এমন অবস্থায় রীতিমত আশঙ্কার মেঘ দেখছেন স্থানীয়রা।
advertisement
2/6
অনেকেই আশঙ্কা করছেন, সূর্যদেবের কৃপায় এবার তাপমাত্রা হাফ সেঞ্চুরি না করে ফেলে। বেলা একটু বাড়লেই রাস্তাঘাট হয়ে যাচ্ছে জনমানবহীন। আর যারা খুব প্রয়োজনে বেরোচ্ছেন, তারা রীতিমত কাহিল হয়ে পড়ছেন তীব্র গরমের চোটে।
advertisement
3/6
অন্যদিকে তীব্র এই গরমে বেশিরভাগ ব্যবসাদার রীতিমত মন্দার সম্মুখীন হয়েছেন। কারণ বেলা একটু বাড়লেই বাজারঘাট, রাস্তা সব খালি হয়ে যাচ্ছে। ফলে খুব বিশেষ লাভের মুখ দেখতে পারছেন না বিভিন্ন ব্যবসায়ীরা। পরিবহন ব্যবসাতেও দেখা যাচ্ছে মন্দার ছবি।
advertisement
4/6
বেশিরভাগ গণ পরিবহন মাধ্যমগুলিতে সেই অর্থে দেখা নেই যাত্রীদের। সবাই প্রয়োজনে সকাল সকাল কাজ সেরে দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। ফলে পরিবহন ব্যবসায় সকালে যাত্রীর দেখা মিললেও, বেলা বাড়লে যাত্রীশুন্য হয়ে যাচ্ছে বাস সহ গণপরিবহনের মাধ্যমগুলি।
advertisement
5/6
তাছাড়াও ব্যাপক গরমের ফলে কৃষকরা কার্যত সিদুরে মেঘ দেখছেন। একফোঁটাও বৃষ্টি নেই। ফলে কৃষিকাজে জল সংকট দেখা দিচ্ছে। অন্যদিকে গরমের চোটে মাঠে শুকিয়ে যাচ্ছে ফসল। ফলে রীতিমত আশঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। অন্যদিকে এই গরমের ফলে কিছু ব্যবসায়ী বাড়তি লক্ষ্মী লাভ করছেন।
advertisement
6/6
বিশেষ করে যাদের ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে বা আইসক্রিম বিক্রেতারা, তাদের কাছে সারাদিন লেগে রয়েছে ক্রেতাদের ভিড়। কিন্তু এসবের মধ্যেই প্রতিদিন গরম যত নতুন নতুন রেকর্ড করছে, ততই চিন্তা বাড়ছে মানুষের। আর তাপমাত্রার রেকর্ডে পানাগড়বাসী দেখছেন আশঙ্কার মেঘ৷ Input- Nayan Ghosh
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Record Temperature: বেদম দৌড়চ্ছে তাপমাত্রা, এবার কি পানাগড় পঞ্চাশ! নতুন রেকর্ডের পথে তাপের খেলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল