Indian Railways Puri: এবার রথে পুরীর পথে! রথযাত্রায় জগন্নাথধামের টিকিটের চাহিদা তুঙ্গে, ২টো স্পোশাল ট্রেন চালু করছে রেল, টিকিট কাটুন আর রথের দড়ি টানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: রথযাত্রা উপলক্ষে ওড়িশাগামী ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে, রথযাত্রা উৎসবটি আপামর বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে
advertisement
1/5

রথযাত্রা উপলক্ষে ওড়িশাগামী ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। রথযাত্রা উৎসবটি আপামর বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই উৎসব বাংলা এবং উড়িষ্যার জনগণকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে অবস্থান করছেন আর অগণিত ভক্ত সেই রথের দড়ি টানছে এবং রথ এগিয়ে চলেছে - এই দৃশ্য দেখার জন্য সারাবছর বাঙালি ব্যাকুল হয়ে থাকে।
advertisement
2/5
তাই প্রতি বছর রথযাত্রার সময়ে কলকাতা থেকে উড়িষ্যা কিংবা পুরিগামী ট্রেনে টিকিট পাওয়া একপ্রকার অসম্ভব। রেল সূত্রে জানা যায়, এবছরও এর কোনও ব্যতিক্রম হয়নি।
advertisement
3/5
২২২০১ শিয়ালদহ - পুরি দুরন্ত এক্সপ্রেসে ৫ই জুলাই স্লিপার ক্লাসে অপেক্ষমান তালিকা ৯৩, তৃতীয় শ্রেণীর বাতানুকূল কোচে অপেক্ষমান তালিকা ২৯ এবং দ্বিতীয় শ্রেণীর বাতানুকূল কোচে অপেক্ষমান তালিকা ১৬। এই সমস্যার সুরাহা করতে পূর্বরেল আগামী ৬ এবং ১৩ই জুলাই শিয়ালদহ থেকে খুরদা রোড যাওয়ার স্পেশাল ট্রেনের (স্পেশাল ট্রেন নং ০৩১০১) ব্যবস্থা করেছে যেটি শিয়ালদহ থেকে মধ্যরাত ১২:০৫ মিনিটে ছেড়ে সেইদিনই সকাল ০৮:৩০ টায় খুরদা রোড পৌঁছাবে।
advertisement
4/5
অপর একটি স্পেশাল ট্রেন (স্পেশাল ট্রেন নং ০৩৪১৯) মালদা টাউন থেকে ছেড়ে ৪ঠা জুলাই এবং ১১ ই জুলাই সকাল ০৯:৩০ টায় ছেড়ে পরের দিন ভোর ০৩:৫৫ মিনিটে মালতিপাতপুর স্টেশনে পৌঁছবে। খুরদা রোড এবং মালতিপাতপুর এই দুটি স্টেশনই পুরীর খুব কাছাকাছি।
advertisement
5/5
PRS ও ইন্টারনেটের মাধ্যমে এই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীদের অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে রথযাত্রার দিনগুলি উপভোগ করুন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways Puri: এবার রথে পুরীর পথে! রথযাত্রায় জগন্নাথধামের টিকিটের চাহিদা তুঙ্গে, ২টো স্পোশাল ট্রেন চালু করছে রেল, টিকিট কাটুন আর রথের দড়ি টানুন