Rathyatra 2024: ৩০ ফুট উঁচু নবরত্ন মন্দিরের আদলে পিতলের রথ! এই রথযাত্রাই জীবন্ত ইতিহাস, দেখে আসুন আপনিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Rathyatra 2024: রথ তৈরি হয় ১৯২৩ সালে। পিতলের সেই রথেই আজও রথযাত্রা হয়। সারা বছর রথ রাখা থাকে রাজবাড়ির প্রাঙ্গণে।
advertisement
1/5

*পশ্চিম বর্ধমান জেলায় যতগুলি রথযাত্রা এবং রথের মেলা হয়, তার মধ্যে অন্যতম রানীগঞ্জের সিয়ারসোলের রথযাত্রা। এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পুরনো ইতিহাস।
advertisement
2/5
*পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, সিয়ারশোলের এই পিতলের রথ তৈরি হয় ১৯২৩ সালে। পিতলের সেই রথেই আজও রথযাত্রা হয়। সারা বছর রথ রাখা থাকে রাজবাড়ি প্রাঙ্গণে। ৩০ ফুটের এই রথের ওজন ৮-১০ টন।
advertisement
3/5
*বর্তমানে রথযাত্রার উদ্যোগ নেয় সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। সেই সংস্থার সভাপতি হৃদয়লাল চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিয়ারসোল রাজবাড়ির কন্যা হরসুন্দরী দেবী এই রথের প্রচলন করেন। তবে সেই সময় ছিল কাঠের রথ। সেটি পুড়ে গেলে এই পিতলের রথ তৈরি করা হয়।
advertisement
4/5
*আগে রথের দড়ি এলাকাবাসীরা টানলেও, যেহেতু রথের ওজন অনেক বেশি, তাই এটি বর্তমানে লরির সাহায্যে টানা হয়। ত্রিতলবিশিষ্ট এই পিতলের রথটি নবরত্ন মন্দিরের আদলে তৈরি করানো হয়েছে বলেই জানা গিয়েছে। যা জেলায় রথযাত্রার অন্যতম আকর্ষণ।
advertisement
5/5
*সিরিয়াসোল রাজবাড়ির রথযাত্রা উপলক্ষে এলাকায় বিশাল একটি মেলার আয়োজন করা হয়। এই মেলা বহু প্রাচীন। একটা সময় এই মেলায় কৃষিজাত দ্রব্যের দোকানের রমরমা ছিল। তবে এখন মেলা অনেক আধুনিক হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rathyatra 2024: ৩০ ফুট উঁচু নবরত্ন মন্দিরের আদলে পিতলের রথ! এই রথযাত্রাই জীবন্ত ইতিহাস, দেখে আসুন আপনিও