TRENDING:

Ratha Yatra 2024: অঘোরীদের দখলে রথতলার রাজপথ! রথযাত্রায় বিরাট চমক, ছবি দেখলে আঁতকে উঠবেন

Last Updated:
Ratha Yatra 2024: অঘোরী সন্ন্যাসীদের দখলে চলে গেল বেলঘড়িয়া রথতলা এলাকা! অবাক লাগলেও বেলঘড়িয়ার রাজপথ রথযাত্রায় দেখল এমনই ছবি৷
advertisement
1/7
অঘোরীদের দখলে রথতলার রাজপথ! রথযাত্রায় বিরাট চমক, ছবি দেখলে আঁতকে উঠবেন
মহাদেবের উপাসক অঘোরী সন্ন্যাসীদের দখলে চলে গেল বেলঘড়িয়া রথতলা এলাকা! অবাক লাগলেও বেলঘড়িয়ার রাজপথ রথযাত্রায় দেখল এমনই ছবি৷
advertisement
2/7
অঘোরী সাধক বলতে আমরা জানি শ্মশানে বাস করা, গায়ে চিতাভষ্ম মেখে থাকা, মাথায় জটা এবং রুদ্রাক্ষ পরে রীতিমতো হাড়হিম চেহারার সন্ন্যাসীদের। শরীরে লজ্জা নিবারণের জন্য গায়ে নেই কোনও কাপড়। লোকচক্ষুর আড়ালে থেকেই সাধনা করেন এঁরা। তবে কুম্ভ, গঙ্গাসাগর মেলার সময় পূণ্যস্নানে এঁদের দেখা মেলে৷
advertisement
3/7
তবে এদিন বেলঘড়িয়া রথতলা এলাকায় রথযাত্রা উপলক্ষে রাস্তা দখল করেই বসে থাকতে দেখা গেল এই অঘোরী সন্ন্যাসীদের। যা দেখতে রীতিমতো ভিড় জমালেন অগণিত মানুষ। বাদ গেল না পুলিশ প্রশাসনও৷
advertisement
4/7
উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার বেলঘরিয়া থানার পাশে বিটি রোডের রথতলা মোড়ে বিগত বছরের মতো এবছরও জগন্নাথ দেবেরর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যারা পুরীতে যেতে পারেন না, তাদের জন্য পুরীর আদলে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই রথতলার জগন্নাথ মন্দিরে পালন করা হয় রথযাত্রা উৎসব৷
advertisement
5/7
প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে কর্মচারীদের নিয়ে এসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্যে রথ তৈরি করা হয় বলেই জানান বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায় চৌধুরী৷
advertisement
6/7
১৬ চাকা বিশিষ্ট ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দি ঘোষ । ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম হল তালধ্বজ, ১৪ চাকা বিশিষ্ট ও সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, যার উচ্চতা ৩১ ফুট। এই রথে ১২ টি চাকা রয়েছে ৷
advertisement
7/7
এদিন এই রথযাত্রার উপলক্ষে অঘোরী সন্ন্যাসীদের নিয়ে আসা হয় পাশাপাশি রথের দড়ি টানতে হাজার হাজার মানুষ ভিড় জমান ওই এলাকায়। তবে রথযাত্রা উৎসবের পাশাপাশি এদিনের বিশেষ আকর্ষণ অবশ্য ছিল এই অঘোরী সন্ন্যাসীরা৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ratha Yatra 2024: অঘোরীদের দখলে রথতলার রাজপথ! রথযাত্রায় বিরাট চমক, ছবি দেখলে আঁতকে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল