TRENDING:

Nadia News: চন্দননগরকে টেক্কা দিল নবদ্বীপের রাসের শোভাযাত্রা, বাড়ি বসেই দেখুন ছবি!

Last Updated:
Nadia News: শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকীদের অসাধারণ পারফরম্যান্স। মানুষ সমান উঁচু ঢাকের উপর উঠে তিনটে ঢাক দিয়ে একজন মহিলার ঢাক বাজানো আলাদা মাত্র এনে দেয় শোভাযাত্রায়।
advertisement
1/9
চন্দননগরকে টেক্কা দিল নবদ্বীপের রাসের শোভাযাত্রা, বাড়ি বসেই দেখুন ছবি!
চন্দননগরকে ছাপিয়ে গেল নবদ্বীপের রাসের কার্নিভাল। আলোকসজ্জা থেকে শুরু করে নৃত্য পরিবেশনা সবেতেই দর্শনার্থীদের মন কাড়লো সরকারপাড়া নিশান ক্লাব।
advertisement
2/9
এতদিন পর্যন্ত চন্দননগরে এই সমস্ত অত্যাধুনিক মানের আলোকসজ্জা দেখা গেলেও, এই আলোকসজ্জা আবার রাসের কার্নিভালে দেখতে পেলেন নবদ্বীপের দর্শনার্থীরা।
advertisement
3/9
কার্নিভালে ছিল একাধিক লাইভ স্ট্যাচুও। যার মধ্যে ছিল মৎস্যকন্যা, পড়ি, সৈনিক, স্বামী বিবেকানন্দ ইত্যাদি।
advertisement
4/9
কার্নিভালে অংশগ্রহণকারী ছোট থেকে বড় সকল বয়সের মহিলারা। মহিলাদের সাজসজ্জায় কার্নিভালে এনে দিয়েছিল বাড়তি সৌন্দর্য।
advertisement
5/9
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে রায় কিশোরী নৃত্যের একটি বিশেষ দল। সমগ্র নবদ্বীপ শহর জুড়ে গানের তালে তালে নৃত্য পরিবেশনা করেছিলেন তারা।
advertisement
6/9
তবে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকীদের অসাধারণ পারফরম্যান্স। মানুষ সমান উঁচু ঢাকের উপর উঠে তিনটে ঢাক দিয়ে একজন মহিলার ঢাক বাজানো আলাদা মাত্র এনে দেয় শোভাযাত্রায়।
advertisement
7/9
তবে সরকারপাড়া নিশান ক্লাবের এ বছরের বিশেষ আকর্ষণ হয় এই প্রদর্শনীটি। যেখানে একটি হুড খোলা গাড়ির উপরে উঠে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা এবং গাড়ির পাশে রয়েছেন ছয় থেকে সাত জন দেহরক্ষী।
advertisement
8/9
মহিলা ঢাকির অসাধারণ পারফরমেন্সে খুশি হয়ে নিজের হাতে পুরস্কার তুলে দিলেন নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।
advertisement
9/9
এছাড়াও শোভাযাত্রায় মানুষকে জানানো হয়েছে রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলির সম্পর্কে।। যাতে প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে আরও বৃদ্ধি পায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: চন্দননগরকে টেক্কা দিল নবদ্বীপের রাসের শোভাযাত্রা, বাড়ি বসেই দেখুন ছবি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল