TRENDING:

চমকে দিল রানাঘাট! এবার ১৫ ফুট উচ্চতার 'মহা'গণেশ প্রতিমা

Last Updated:
আজ তাদের এই অদম্য ইচ্ছায় ১৫ ফুট গণেশ মূর্তি। তৈরি হয়েছে শান্তিপুরের মৃৎশিল্পী দেব কুমার পালের হাতে।
advertisement
1/6
হইচই রানাঘাটে! এত বড় গণেশ মূর্তি আগে দেখেননি কেউ
নদিয়ায় এই প্রথম ১৫ ফুটের গণেশ প্রতিমা আরাধনা হতে চলেছে রানাঘাটে। তিন বছরের আরাধনায় এখন থেকে উৎসাহিত রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি। শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তৈরি করেছেন এই সুদর্শন গণেশ প্রতিমা।<strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
advertisement
2/6
আগামী ২৭ তারিখ গোটা দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হবে গণপতির আরাধনা। যার মধ্যে অন্যতম এই রাজ্যের নদীয়া। এবার মুম্বাইয়ের গণপতি উৎসবের ছোঁয়া রয়েছে নদিয়ার রানাঘাটে। রানাঘাটের ভাংরা পাড়া সিদ্ধিদাতা পুজো কমিটি তিন বছরে পদার্পণ করল। <strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
advertisement
3/6
যুব সমাজের এক শ্রেণীর যুবক এই পুজোর উদ্যোক্তা। প্রথম থেকেই তারা রানাঘাট বাসীকে নতুনত্ব চমক দেওয়ার জন্য যুগিয়ে ছিলেন মনোবল। আজ তাদের এই অদম্য ইচ্ছায় ১৫ ফুট গণেশ মূর্তি তৈরি হয় শান্তিপুরের দেব কুমার পাল মৃৎশিল্পীর হাতে। <strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
advertisement
4/6
সুদূর রানাঘাট থেকে শান্তিপুরে এসে পৌঁছয় এক ঝাঁক যুবসমাজের দল। এরপর গণপতির আহবানে উৎসাহিত হয় প্রত্যেকে। পুজো উদ্যোক্তাদের কথায় নদিয়ার মধ্যে এই প্রথম ১৫ ফুট উচ্চতার গণেশ প্রতিমা পুজিত হতে চলেছে রানাঘাটের ভাংরা পাড়ায়। <strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
advertisement
5/6
যার অধীর আগ্রহে রয়েছে রানাঘাটবাসী। মঙ্গলবার পুজো মন্ডপে থাকছে বিশেষ অনুষ্ঠান। বুধবার গণপতির আরাধনায় ব্রতি হবে প্রত্যেকে। একপ্রকার বলা যেতেই পারে ১৫ ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি করে আরও এক অনন্য নজির সৃষ্টি করল শান্তিপুরের মৃৎশিল্পী দেব কুমার পাল। <strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
advertisement
6/6
তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও দিনরাত এক করে গণেশ মূর্তি তৈরি করেছেন এই মৃৎশিল্পী। ইতিমধ্যেই শান্তিপুর থেকে গণপতি রওনা দিলেন রানাঘাটের উদ্দেশ্যে। <strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চমকে দিল রানাঘাট! এবার ১৫ ফুট উচ্চতার 'মহা'গণেশ প্রতিমা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল