TRENDING:

Elephant : রাস্তায় দাঁড়িয়ে রামলাল! খেতে দিতেই হবে, গাড়ি আটক, ভয়ে আত্মারাম খাঁচা পথচলতি মানুষের

Last Updated:
Elephant- বৃষ্টিস্নাত বিকেলে গাড়ি আটকে রাস্তায় তাণ্ডব রামলালের। ঘন্টাখানেক একটি পিকআপ ভ্যানকে আটকে রেখে তাণ্ডব। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন জঙ্গলমহলের বাসিন্দারা।
advertisement
1/6
মাঝরাস্তায় দাঁড়িয়ে রামলাল! গাড়ি আটক, ভয়ে আত্মারাম খাঁচা পথচলতি মানুষের
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী : বৃষ্টিস্নাত দিনে গাড়ি আটকে রাস্তায় তাণ্ডব রামলালের। ঘন্টাখানেক একটি পিকআপ ভ্যানকে আটকে রেখে তাণ্ডব। ঝাড়গ্রাম লোধাশুলি নয় নম্বর রাজ্য সড়কের উপর চলন্ত একটি লরি আটকে রীতিমতো তাণ্ডব দেখায় জঙ্গলমহলবাসীর অতি পরিচিত ও জনপ্রিয় হাতি রামলাল।
advertisement
2/6
শনিবার বিকেলে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় এই ঘটনাটি ঘটে।‌ এদিন খাবারের খোঁজেই রামলাল গাড়ি আটকে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/6
ওই এলাকার স্থানীয় বাসিন্দা জয়ন্ত মাহাত বলেন ‘প্রতিনিয়তই হাতিটি এভাবে ঘুরে বেড়ায়, যার ফলে সকলেই খুব আতঙ্কিত।’ এদিন তার রাস্তা আটকানোর খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয়রা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/6
প্রায় দিনই ঝাড়গ্রামের গড় শালবনী ও জিতুশোল এলাকায় রাম লাল নামক একটি হাতি দাপিয়ে বেড়ায়। গত কয়েকদিন আগেই এই এলাকায় এসে দাপিয়ে ফুটবল খেলেছিল, যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/6
গড় শালবনীর বাসিন্দা চিরঞ্জিত মাহাতো জানান, জিতুশোল এলাকা কাঁপিয়ে বেড়ায় রামলাল। খিদে পেলেই রামলাল পথ আটকে খাবারের সন্ধান চালায়। এদিনও খাবারের সন্ধানেই লরি আটকায়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/6
রামলাল মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকলেও সে সাধারণ মানুষের কোনও ক্ষতি করে না। শুধুমাত্র খাবারের জন্যই সে রাস্তায় গাড়ি আটকায়। যার ফলে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। সেই সমস্ত দৃশ্যগুলিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Elephant : রাস্তায় দাঁড়িয়ে রামলাল! খেতে দিতেই হবে, গাড়ি আটক, ভয়ে আত্মারাম খাঁচা পথচলতি মানুষের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল