Howrah News: হাওড়ার রামরাজাতলার তিন শতাব্দীর প্রাচীন রাম বিজয়া মানুষের আকর্ষণ
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
ইতিহাসিক রাম বিজয়া! সারা বাংলার অন্যতম রামপুজো অনুষ্ঠিত হয় হাওড়া'র রামরাজাতলার রাম মন্দিরে। ৩০০ বছর প্রাচীন রামরাজাতলার এই মন্দিরে পুজো থেকে ভাসান ইতিহাসের পাতা দখল করে।
advertisement
1/5

রাম বিজয়া, রাকেশ মাইতি: ইতিহাসিক রাম বিজয়া! সারা বাংলার অন্যতম রামপুজো অনুষ্ঠিত হয় হাওড়া'র রামরাজাতলার রাম মন্দিরে। ৩০০ বছর প্রাচীন রামরাজাতলার এই মন্দিরে পুজো থেকে ভাসান ইতিহাসের পাতা দখল করে। রাম পুজো এবং বিজয়াতে লাখো ভক্ত হাওড়া'র রামরাজা তলায়।
advertisement
2/5
রামনবমীর দিন থেকে পুজোর সূচনা হয়। পুজোর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে। টানা কয়েক মাস জাঁকজমক করে পুজো শেষে বিজয়ের অপেক্ষায় থাকে মানুষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
রামচরণ শেঠ রোড, মহেন্দ্র ভট্টাচার্য রোড এর দু'পাশারি নানা জিনিসের পসরা। রাম মন্দির সংলগ্ন স্থান থেকে শুরু হয় নানা জিনিসের পসরা এবং অসংখ্য জলছত্র। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ভাসান। রাম মন্দির থেকে সুসজ্জিত প্রতিমা বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় ৪-৫ কিলোমিটার পথ অতিক্রম করে রামকৃষ্ণপুর গঙ্গা'র ঘাটে নিয়ে যাওয়া হয় ভাসানের উদ্দ্যেশে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অগণিত মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রা দেখতে রাস্তা'র দু'পাশে মানুষের ঢল নামে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
দুপুর ৩ টা নাগাদ মন্দির থেকে গঙ্গা'র ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় প্রতমা। কয়েক ঘন্টা সময় লাগে ভাসান ঘাটে প্রতিমা পৌঁছতে। শোভাযাত্রায় অগণিত মানুষের অংশগ্রহণ, এক কথায় তিল ধারণের জায়গা থাকেনা। ফলে যদি শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ার রামরাজাতলার তিন শতাব্দীর প্রাচীন রাম বিজয়া মানুষের আকর্ষণ