Howrah News: বাংলার প্রাচীন মন্দির! রাম নবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগম ঘটে হাওড়া রামরাজাতলায়
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Ram Navami 2025: রাম নবমীতে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে প্রায় ৩৫০ বছর প্রাচীন রাম মন্দির হাওড়ার রামরাজাতলা রাম মন্দিরে, এবার রাত দুটো থেকে ভক্ত সমাগম মন্দিরে
advertisement
1/6

রাম নবমীতে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে! বাংলার প্রাচীন রাম মন্দির হাওড়া রামরাজাতলা রাম মন্দিরে। প্রায় ৩৫০ বছর প্রাচীন হাওড়া রামরাজাতলা রামপুজো। রামনবমীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে।
advertisement
2/6
এবছর শনিবার রাত ১২ টার পর রাম নবমীর সূচনা হয়। তারপর থেকে মন্দিরে ভক্ত সমাগম ঘটে। রাত দুটো থেকে পুজো শুরু হয় রবিবার সারাদিন পুজো আরাধনা হয়ে রাত্রি ৯- ১০ টা পর্যন্ত চলবে বলে জানা যায়। এবারও লক্ষাধিক ভক্ত সমাগম বলেই জানা যায়।
advertisement
3/6
প্রতিবছর রামনবমী ও রাম বিজয়াতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে এখানে। রাম নবমীতে পাঁচ রকম ফল থেকে শুরু করে ভক্তের সাধ্যমত পুজো অর্ঘ্য ডালি সাজে ভক্তরা পুজো দিয়ে থাকে। তবে অধিকাংশ ভক্ত ভগবান রামচন্দ্রের পছন্দের সাদা পদ্ম এবং মা সীতার পছন্দের লাল পদ্ম নিবেদন করেন।
advertisement
4/6
প্রাচীন রীতি মেনে রাম সীতার যুগল মূর্তি পূজিত হয় এখানে। রাম সীতা ছাড়াও শিব ব্রহ্মা, সরস্বতী, বিভীষণ, শিবের অনুচর নন্দী ফিরিঙ্গি, ব্রহ্মার অনুচর জাম্বুবান, রামের গুরুদেব বশিষ্ঠ মুনি আছেন এবং মা ধরনী সহ বিভিন্ন দেবদেবী রাম সীতার সঙ্গে এখানে পূজিত হন।
advertisement
5/6
প্রতিদিন সকাল থেকে কয়েক ঘণ্টা পুজো। তারপর হোম সন্ধ্যা আরতি এবং রাত্রে শয়ন নিয়ম মেনে। রামনবমীর দিন থেকে আগামী চার মাস এখানে রাম পুজো অনুষ্ঠিত হয়। রামনবমীর দিন ছাড়াও অন্যান্য দিনও বহু ভক্ত সমাগম ঘটে।
advertisement
6/6
রামনবমীর দিন ভক্ত সমাগম কে কেন্দ্র করে মেলা। বহু জলছত্র হয়ে থাকে ভক্ত সমাগমকে কেন্দ্র করে। রামনবমী মানে রামরাজাতলার মন্দির সংলগ্ন রাস্তার দুপাশে নানা জিনিসের পসরা। এদিন দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থেকে বহু প্রসাদ বিক্রেতা আসেন। একইসঙ্গে মেদিনীপুর থেকে বাঁশের চুবড়ি এবং খেসারি কড়াই বিক্রেতা যেটি রামনবমীর দিন এখানে বিক্রি হবার চল দীর্ঘদিনের। রাম পুজোকে কেন্দ্র করে রামনবমী থেকে চার মাস রাম মন্দির সংলগ্ন মেলার পসরা থাকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাংলার প্রাচীন মন্দির! রাম নবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগম ঘটে হাওড়া রামরাজাতলায়