TRENDING:

Raksha Bandhan Sundarban : ম্যানগ্রোভই রক্ষাকর্তা! 'রাখিবন্ধনে' যা করলেন সুন্দরবনের মানুষ...

Last Updated:
Raksha Bandhan Sundarban : রাজ্য বন দফতরের তরফে ম্যানগ্রোভ রক্ষা করার বার্তা নিয়ে সুন্দরবন অঞ্চলে রবিবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
1/7
Exclusive : ম্যানগ্রোভই রক্ষাকর্তা! 'রাখিবন্ধনে' যা করলেন সুন্দরবনের মানুষ...
এবার ম্যানগ্রোভকে বাঁচানোর জন্য রাখি বন্ধনের দিন রাজ্য বন দফতর অভিনব উদ্যোগ নিল। সুন্দরবন (Sundarban) অঞ্চলের বাসিন্দারা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে দিল "ম্যানগ্রোভ বাঁচাও"এর ডাক। শুধু তাই নয় রাখিবন্ধনের দিন ম্যানগ্রোভকেই রাখি পরালেন সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা। রাজ্য বন দফতরের (West Bengal Forest Department) উদ্যোগে সুন্দরবন অঞ্চলের একাধিক বাসিন্দা রবিবার রাখি বন্ধন উৎসবকে ঠিক এভাবেই পালন করল।
advertisement
2/7
আগামী দিনের প্রাকৃতিক বিপর্যয় থেকে এই ম্যানগ্রোভ রক্ষা করতে পারবে সুন্দরবনকে তা জানে সুন্দরবন এলাকার বাসিন্দারা। তাই একদিকে যখন দিদিরা তাদের নিজেদের ভাইদের রাখি পরিয়ে দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, ঠিক তখনই সুন্দরবন অঞ্চলের মানুষরা রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে চাইছেন।
advertisement
3/7
সম্প্রতি ইয়াসে সুন্দরবন অঞ্চলের একাধিক ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য বন দফতর সূত্রে খবর আমফানের পর সুন্দরবনের যে আড়াই হাজার হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছিল ইয়াসে সেই ম্যানগ্রোভ হারিয়ে গিয়েছে। যদিও বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনকে বাঁচাচ্ছে এই ম্যানগ্রোভই। সম্প্রতি এই ম্যানগ্রোভ জঙ্গল আবার গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/7
"প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক" এই কর্মসূচির মাধ্যমে নতুন করে ম্যানগ্রোভ রোপন করার প্রক্রিয়া শুরু হয়েছে এই জমিতে। পাশাপাশি রাজ্যের সুন্দরবন ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলায় রোপণের জন্য প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। নবান্ন সূত্রে খবর ৮ প্রজাতির ম্যানগ্রোভ রোপণ করা হবে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে।
advertisement
5/7
বিশেষজ্ঞদের পরামর্শ মেনে লাগানো হবে সুন্দরী,কালো বাইন, পেয়ারা বাইন, কাঁকড়া, ঝামটা গরান, গোকুল কাঁকড়া, কেওড়া, মোটা গরান। আগামী মাস থেকেই এই রোপন করার প্রক্রিয়া শুরু হবে। চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। নবান্ন সূত্রে খবর এজন্য বন দফতর নিজস্ব নার্সারির প্রায় ১৫ কোটি ম্যানগ্রোভ চারা তৈরির কাজ শুরু করে দিয়েছে।
advertisement
6/7
শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যানগ্রোভের এই চারা তৈরির জন্য বনবাসীদের নিয়ে তৈরি স্বনির্ভর গোষ্ঠীকেও কাজে লাগানো হচ্ছে। বিশেষজ্ঞদের কথায় ম্যানগ্রোভ রোপণ করতে হবে সেপ্টেম্বরে বর্ষার শেষদিকে। ডিসেম্বরের মধ্যেই রোপনের কাজ শেষ করে ফেলতে হবে। দক্ষিণ ২৪ পরগনার সাগর, নামখানা, কাকদ্বীপ,পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি,বাসন্তী, গোসাবার ২৩৫২ হেক্টর জমিতে রোপণ করা হবে ম্যানগ্রোভ।
advertisement
7/7
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ,সন্দেশখালি, মিনাখা, স্বরূপনগরের ৫১০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে ম্যানগ্রোভ বসানোর জন্য। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী ৯১০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নন্দীগ্রামের মাটিতেই বসানো হবে ম্যানগ্রোভ। ইয়াসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানগ্রোভ বসানোর জন্য নতুন করে পরিকল্পনা নিয়েছেন। আজ রাখি বন্ধনের দিন সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা ম্যানগ্রোভকেই রাখি পরিয়ে নয়া বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Raksha Bandhan Sundarban : ম্যানগ্রোভই রক্ষাকর্তা! 'রাখিবন্ধনে' যা করলেন সুন্দরবনের মানুষ...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল