Rakhi Purnima: বাজার মাতাচ্ছে হাতে তৈরি রাখি! দামও একদম কম, ভাই-দাদার দিনটি বিশেষ করে তুলুন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Rakhi Purnima: যেমন পছন্দসই, তেমনই সাশ্রয়ী এই রাখি। আবার পছন্দ সই অর্ডার করলেই হাতে পাচ্ছেন ক্রেতারা।
advertisement
1/5

রাখি উৎসবে ট্রেন্ডিং সৌখিন সব রাখি। আট থেকে আশি সকলেরই নজর কেড়েছে।
advertisement
2/5
যেমন পছন্দসই, তেমনই সাশ্রয়ী এই রাখি। আবার পছন্দ সই অর্ডার করলেই হাতে পাচ্ছেন ক্রেতারা।
advertisement
3/5
রাখিগুলি আকর্ষণীয় রঙ এবং বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। দাম ২০ -৪০ টাকার মধ্যে। রয়েছে বিভিন্ন ডিজাইন।
advertisement
4/5
পেপার বোর্ড, উল, সুতো, সুতির কাপড়, পমপম, লেস, আঠা এবং রঙ তুলির সাহায্যে তৈরি হচ্ছে রাখী।
advertisement
5/5
গত বছর দারুণ চাহিদা ছিল। এই বছরও তা রয়েছে। গত বছরের থেকেও বেশি বাজার হতে পারে বলে মনে করছেন রাখি প্রস্তুতকারক সুমনা জানা (গিরি)।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rakhi Purnima: বাজার মাতাচ্ছে হাতে তৈরি রাখি! দামও একদম কম, ভাই-দাদার দিনটি বিশেষ করে তুলুন