৮ তলা বিল্ডিং, পুরোটাই কার পার্কিং...! ১৪১ কোটি খরচে তৈরি 'সুসম্পন্ন' -এ একসঙ্গে রাখা যাবে ১৫০০ গাড়ি, ঝঞ্ঝাটমুক্ত রাজারহাট-নিউটাউন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
তথ্য প্রযুক্তিনগরী পেল অত্যাধুনিক মানের একসঙ্গে ১৫০০ গাড়ি পার্ক করার মাল্টি লেভেল কার পার্কিং লট। ফলে এবার থেকে রাজারহাট নিউ টাউন এলাকায় গাড়ি রাখা নিয়ে পড়তে হবে না কোনও সমস্যায়।
advertisement
1/5

তথ্য প্রযুক্তিনগরী পেল অত্যাধুনিক মানের একসঙ্গে ১৫০০ গাড়ি পার্ক করার মাল্টি লেভেল কার পার্কিং লট। ফলে এবার থেকে রাজারহাট নিউ টাউন এলাকায় যে কোনও বড় ইভেন্ট হোক বা আন্তর্জাতিক সেমিনার, মেলা, বাণিজ্য সম্মেলন, এমনকি নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার বা ইকো পার্কে আসলে, আর গাড়ি রাখা নিয়ে পড়তে হবে না কোনও সমস্যায় (রিপোর্টার: <strong>রুদ্র নারায়ণ রায়</strong>)।
advertisement
2/5
গাড়ি পার্কিংয়ের জন্য এবার খুলে দেওয়া হল মাল্টি লেভেল কার পার্কিং লট 'সুসম্পন্ন' । ১৪১ কোটি টাকা ব্যয় তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক কার পার্কিং লট। বিশ্ববাংলা সরণির ঠিক পাশেই যাত্রাগাছি ব্রিজের কাছে রয়েছে এই পার্কিং লট।
advertisement
3/5
পার্কিং লটে গাড়ির পাশাপাশি বাইক এমনকি বড় গাড়ি পার্কিংয়ের সুবিধাও মিলবে। বিশ্ববাংলা কনভেন সেন্টারকে মাথায় রেখেই এই বহুতল কার পার্কিং লট তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়েছে এই পার্কিং লটের।
advertisement
4/5
সব মিলিয়ে প্রায় ১৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ফলে নিউ টাউন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে তৈরি হওয়া সমস্যা অনেকটাই মিটবে বলে আশা তথ্য প্রযুক্তি নগরের বাসিন্দাদের।
advertisement
5/5
জানা গিয়েছে, নতুন হওয়া পার্কিং লটটি আটতলা বিশিষ্ট। তবে শুধু গাড়ি পার্কিংই নয়, চালকদের জন্য ক্যাফেটেরিয়া, রেস্ট রুম, শৌচালয় সহ আরও অত্যাধুনিক ব্যবস্থা রাখা থাকবে বহুতল বিশিষ্ট এই পার্কিং লটে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
৮ তলা বিল্ডিং, পুরোটাই কার পার্কিং...! ১৪১ কোটি খরচে তৈরি 'সুসম্পন্ন' -এ একসঙ্গে রাখা যাবে ১৫০০ গাড়ি, ঝঞ্ঝাটমুক্ত রাজারহাট-নিউটাউন