TRENDING:

Rainfall Thunderstorm Alert: আর কিছুক্ষণ...! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! কলকাতায় বৃষ্টি কখন?

Last Updated:
Rainfall Thunderstorm Alert: চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়ার দফতর সূত্রে খবর, আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
1/10
আর কিছুক্ষণ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়
চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়ার দফতর সূত্রে খবর, আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
2/10
আগামিকাল ১৫ অগাস্টের দিনও দাপট দেখাবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহে শুরু বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে। এমনকী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান আরও বাড়বে।
advertisement
3/10
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ থেকে উত্তরে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। মালদহ-সহ কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি।
advertisement
4/10
১৫ অগাস্ট মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ প্রায় রাজ্যের সমস্ত জেলাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
advertisement
5/10
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
advertisement
6/10
উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ওদিকে চলতি বর্ষায় এই প্রথম কলকাতা শহরে জল জমার মতো বৃষ্টি হয়েছে।
advertisement
7/10
আগামী কয়েকদিন শহর কলকাতায় বৃষ্টির বহাল বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে।
advertisement
8/10
মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত হয়েছে যেটি বিহারের সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত।
advertisement
9/10
উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে কিছুদিন গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/10
আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখা সেই স্থানেই থাকবে। এর জেরে দুই বঙ্গে বৃষ্টি হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rainfall Thunderstorm Alert: আর কিছুক্ষণ...! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! কলকাতায় বৃষ্টি কখন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল