TRENDING:

আর মাত্র কিছুক্ষণ...! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি-দমকা হাওয়ার তাণ্ডব দক্ষিণবঙ্গের ৮ জেলায়! কী হবে কলকাতায়? সতর্ক করল আলিপুর

Last Updated:
Rainfall Thunderstorm Alert IMD: আসছে ঘূর্ণিঝড়। আর তার আগেই শুক্রবারই বড় বদল শুরু বঙ্গের আবহাওয়ায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। পাশাপাশি শুক্রবার থেকেই বাড়তি সতর্কতা জারি দক্ষিণের উপকূল জেলাগুলিতে। তারই মধ্যে আর ঘণ্টা ঢুইকেই আবহাওয়ার বড় ভোলাবদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/10
আর মাত্র কিছুক্ষণ! বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি তাণ্ডব দক্ষিণের ৮জেলায়! কী হবে কলকাতায়?
আসছে ঘূর্ণিঝড়। আর তার আগেই শুক্রবারই বড় বদল শুরু বঙ্গের আবহাওয়ায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। পাশাপাশি শুক্রবার থেকেই বাড়তি সতর্কতা জারি দক্ষিণের উপকূল জেলাগুলিতে। তারই মধ্যে আর ঘণ্টা ঢুইকেই আবহাওয়ার বড় ভোলাবদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/10
সর্বশেষ রিপোর্ট বলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। আগামী দু'ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা।
advertisement
3/10
দক্ষিণবঙ্গের মোট আট জেলায় তাণ্ডব চালাতে পারে দমকা হাওয়া-সহ ঝড় বৃষ্টি ও বজ্রপাত। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঝড় জলের সতর্কতা মূলত রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়।
advertisement
4/10
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু অঞ্চলে। এমনটাই সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
5/10
শনিবার পশ্চিমবঙ্গে ষষ্ট দফার লোকসভা নির্বাচন। তার আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমল। গত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। দক্ষিণবঙ্গ-সহ সম্পূর্ণ বাংলায় এর কেমন প্রভাব পড়বে এই নিয়ে আলোচনা অব্যাহত। এর মাঝেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
6/10
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ। তা উত্তর-পূর্ব দিক তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে।
advertisement
7/10
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী রবিবার এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। সেই সময় তার গতি ১৮০ কিলোমিটার বা তার কিছু বেশি থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
advertisement
8/10
এই ঘূর্ণিঝড় পরিস্থিতির জেরে শনি-রবি-সোম ব্যাপক বৃষ্টি ভাসাতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর জানাচ্ছে ভোটের দিন শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রিমলের প্রভাব পরিলক্ষিত হতে চলেছে।
advertisement
9/10
যার জেরে কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
advertisement
10/10
আবহাওয়ার দিকে নজর রেখে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আর মাত্র কিছুক্ষণ...! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি-দমকা হাওয়ার তাণ্ডব দক্ষিণবঙ্গের ৮ জেলায়! কী হবে কলকাতায়? সতর্ক করল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল