Rainfall Alert West Bengal: কালবৈশাখী কবে...? 'এই' দিন থেকেই ঝড়-বৃষ্টি-বজ্রপাতে কাঁপবে বাংলা! 'হিটওয়েভ' নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rainfall Alert West Bengal: বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ হবে ক্রমশ ঊর্ধ্বমুখী। বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই ঝোড়ো ব্যাটিং করবে দাবদাহ। তাহলে বৃষ্টি কবে? জানিয়ে দিল আলিপুর।
advertisement
1/9

বৈশাখের প্রথম দিনেই আবহাওয়া সপ্তমে। এরইমধ্যে উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। কিন্তু পারদ চড়ছে র্যাপিড গতিতে। বৃষ্টির ছিটেফোঁটা দেখা নেই। গনগনে গরমে ফুটছে কাকদ্বীপ থেকে কল্যাণী।
advertisement
2/9
এরই মাঝে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ হবে ক্রমশ ঊর্ধ্বমুখী। বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই ঝোড়ো ব্যাটিং করবে দাবদাহ। তাহলে বৃষ্টি কবে? জানিয়ে দিল আলিপুর।
advertisement
3/9
মার্চ শেষ হতে না হতেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। বৃষ্টির পালা কাটতেই ফের একবার ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হিট ওয়েভ নিয়ে রাজ্যবাসীর জন্য সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস।
advertisement
4/9
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। এবার তাপমাত্রা বাড়ার পালা। আগামী পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/9
তাপপ্রবাহের আগাম পূর্বাভাসে ইতিমধ্যেই জারি হয়েছে কড়া সতর্কতা। রোজ সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সম্ভব হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। বাড়ির বাইরে বেরোনোর আগে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/9
তবে গরমের মাঝেই আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
7/9
সপ্তাহের শুরুতে সোমবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করবে। হালকা বৃষ্টির জেরে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
advertisement
8/9
আজ রবিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
9/9
তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না সে ভাবে কোথাও। বরং বাড়বে তাপপ্রবাহ। আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা জেলায় জেলায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rainfall Alert West Bengal: কালবৈশাখী কবে...? 'এই' দিন থেকেই ঝড়-বৃষ্টি-বজ্রপাতে কাঁপবে বাংলা! 'হিটওয়েভ' নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর!