TRENDING:

Rainfall Alert IMD: আর কিছুক্ষণ...! ঝেঁপে আসছে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জল কাঁপাবে দক্ষিণের ২ জেলা! সতর্কতা উত্তরেও! ভিজবে কি কলকাতা? 'বড়' আপডেট দিল আলিপুর

Last Updated:
Rainfall Alert IMD: সেপ্টেম্বরের শুরু থেকেই আবহাওয়ার নতুন খেলা শুরু। কখনও রোদ্দুর, আদ্রতা অস্বস্তি চরমে তো কখনও আবার হঠাৎ কালো মেঘ, হুড়মুড়িয়ে বৃষ্টি। ভাদ্র মাসের আবহাওয়ার চেনা রূপ বাংলা জুড়ে। তার উপর বঙ্গোপসাগরে নিম্নচাপের হুঁশিয়ারি। সবমিলিয়ে আবহাওয়া বদলাচ্ছে ক্ষণে ক্ষণে।
advertisement
1/12
আর কিছুক্ষণ..! ঝেঁপে আসছে বৃষ্টি! ঝড়-জল কাঁপাবে দক্ষিণের ২জেলা, ভিজবে কি কলকাতা?
সেপ্টেম্বরের শুরু থেকেই আবহাওয়ার নতুন খেলা শুরু। কখনও রোদ্দুর, আদ্রতা অস্বস্তি চরমে তো কখনও আবার হঠাৎ কালো মেঘ, হুড়মুড়িয়ে বৃষ্টি। ভাদ্র মাসের আবহাওয়ার চেনা রূপ বাংলা জুড়ে। তার উপর বঙ্গোপসাগরে নিম্নচাপের হুঁশিয়ারি। সবমিলিয়ে আবহাওয়া বদলাচ্ছে ক্ষণে ক্ষণে।
advertisement
2/12
আজ, বৃহস্পতিবার সকাল থেকে মেঘ নেই বললেই চলে। কিন্তু এবার দুপুর গড়াতেই বড় পূর্বাভাস এল আলিপুর আবহাওয়া দফতর থেকে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ঘনিয়ে এল দক্ষিণবঙ্গের দুই জেলায়।
advertisement
3/12
পূর্বাভাস জানাচ্ছে, আগামী এক থেকে দুই ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে। দুই জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রপাতেরও।
advertisement
4/12
এর আগেই সকালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বজ্রপাত হওয়ার জন্য সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
advertisement
5/12
এদিকে আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত আজকেই মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি করবে বলে সতর্ক করেছে আইএমডি।
advertisement
6/12
নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা অবশ্য নেই।
advertisement
7/12
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের প্রায় সব জেলাতেই। আগামিকাল শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে।
advertisement
8/12
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
advertisement
9/12
কলকাতাসকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও ইতিমধ্যেই মেঘের উঁকিঝুঁকি শুরু হয়ে গিয়েছে শহর কলকাতায়। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর।
advertisement
10/12
বৃষ্টি কি হবে? আলিপুর আবহাওয়া দফতর জানাল কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। এমনকি শহর কলকাতাতেও আজ বৃহস্পতিবার স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির যদিও কোনও সম্ভাবনা নেই।
advertisement
11/12
সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
12/12
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.৯ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rainfall Alert IMD: আর কিছুক্ষণ...! ঝেঁপে আসছে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জল কাঁপাবে দক্ষিণের ২ জেলা! সতর্কতা উত্তরেও! ভিজবে কি কলকাতা? 'বড়' আপডেট দিল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল