Latest Weather Rain Update: হাতে আর ঘণ্টাখানেক! ‘এই’ কয়েক জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝেঁপে নামবে শিলাবৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস!
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Latest Weather Rain Update: আইএমডি-এর তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সপ্তাহের বিভিন্ন সময়ে দফায়-দফায় বৃষ্টিপাত হবে৷ কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে৷
advertisement
1/10

দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা। বসন্তকাল জুড়েই যেন আকাশের মুখ ভার। জেলায় জেলায় প্রবল বৃষ্টি আসার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন ওয়েদার আপডেট।
advertisement
2/10
Heavy Rain Alert: নদীয়ায় শিলাবৃষ্টি আসছে আর ঘণ্টাখানেকের মধ্যে। আগামী দেড় থেকে দু’ঘণ্টায় নদীয়া ও হুগলি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
3/10
Heavy Rain Alert: বাঁকুড়াতেও শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী দেড় থেকে দু’ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশেও শিলাবৃষ্টি হতে পারে।
advertisement
4/10
Heavy Rain Alert: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
5/10
Heavy Rain Alert: এক ঘণ্টায় পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
6/10
Heavy Rain Alert: বীরভূমেও শিলাবৃষ্টি হতে পারে আর খানিকক্ষণে। আগামী এক ঘণ্টার মধ্যে বীরভূম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
7/10
Heavy Rain Alert: এছাড়া আজই খানিকক্ষণের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
8/10
Heavy Rain Alert: আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, এখনই ঝড়বৃষ্টি থেকে মুক্তির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কয়েকদিন ধরে৷ সেই সম্ভাবনা থাকছে সোমবারও।
advertisement
9/10
Heavy Rain Alert: আইএমডি-এর তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সপ্তাহের বিভিন্ন সময়ে দফায়-দফায় বৃষ্টিপাত হবে৷ কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে৷
advertisement
10/10
Heavy Rain Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে৷ এ ছাড়া সপ্তাহের মাঝে, উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা৷ আর সেই কারণেই বৃষ্টির দাপট বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Latest Weather Rain Update: হাতে আর ঘণ্টাখানেক! ‘এই’ কয়েক জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝেঁপে নামবে শিলাবৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস!