TRENDING:

Barddhaman Special Room: রেল স্টেশনে দারুণ ব্যবস্থা, এসির সঙ্গে থাকবে ট্রেডমিল! ক্লান্ত শরীরে স্টেশন পৌঁছলে হবেন চাঙ্গা!

Last Updated:
East Bardhaman News: বিশ্রামের জন্য অত্যাধুনিক বিশ্রাম রুম তৈরি করা হয়েছে বর্ধমান স্টেশনে। এই রুমে রয়েছে এয়ার কন্ডিশনার ছাড়াও আরও অনেক কিছু 
advertisement
1/5
ট্রেন ষ্টেশনে নতুন এসি রুম,ট্রেডমিল,ম্যাসাজ চেয়ার!জানেন কাদের জন্য এই ব্যবস্থা?
ট্রেন চালকদের ( লোকো পাইলট ) কথা মাথায় রেখে এবার রেলের তরফ থেকে নেওয়া হল অভিনব উদ্যোগ। বিভিন্ন ধরনের আধুনিক সুবিধা এবার প্রদান করা হবে ট্রেন চালকদের। বিশেষ সুবিধা প্রদানের জন্য বর্ধমান স্টেশনে আধুনিক রুম তৈরি করা হল ট্রেন চালকদের জন্য। বর্ধমান রেল স্টেশনে তৈরি হওয়া এই অধুনিক রুমে কি কি সুবিধা থাকছে তা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
advertisement
2/5
ট্রেন চালকদের বিশ্রামের জন্য অত্যাধুনিক বিশ্রাম রুম তৈরি করা হয়েছে বর্ধমান স্টেশনে। এই রুমে রয়েছে এয়ার কন্ডিশনার এর ব্যবস্থা। এছাড়া ট্রেন চালকদের মন-মেজাজ ভাল থাকার জন্য রয়েছে আলাদা করে মেডিটেশন রুম। যোগা করার জন্য ম্যাটের ব্যবস্থাও রয়েছে এই রুমে। চালকদেরশারীরিক ফিটনেসের কথা মাথায় রেখে এই রুমের মধ্যে ব্যবস্থা করা হয়েছে ট্রেডমিল এবং সাইকেলেরও।
advertisement
3/5
এছাড়াও সবথেকে আকর্ষনীয় একটি ব্যবস্থা করা হয়েছে চালকদের জন্য। এই রুমের মধ্যে অত্যাধুনিক মানের ম্যাসাজ চেয়ারও রয়েছে। যে চেয়ারের মধ্যে চালকরা ফুল বডি এবং লেগ ম্যাসাজ নিতে পারবেন। এছাড়াও বর্ধমান স্টেশনে তৈরি হওয়া এই নতুন রুমে টেবিল টেনিস খেলার ব্যবস্থাও রয়েছে চালকদের জন্য। পাশাপাশি থাকা এবং খাওয়ার বিশেষ ব্যবস্থা তো রয়েইছে।
advertisement
4/5
তবে ট্রেন চালকদের জন্য এত আয়োজন কেন ? কী কারণে এত নিত্যনতুন ব্যবস্থা করা হল ট্রেন চালকদের জন্য ? এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "ট্রেন চালানোর সময় ট্রেনে প্রচুর যাত্রী থাকেন। কিন্তু সেইসময় যদি চালকদের কনসেন্ট্রেটে ব্যাঘাত ঘটে তাহলে, যেকোনও সময় দূর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। তাই চালকদের বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেকারণেই চালকদের কথা মাথায় রেখে তাঁদের বিশ্রাম নেওয়ার জায়গা গুলোকে অত্যন্ত আধুনিক মানের করে তোলা হয়েছে। "
advertisement
5/5
তবে শুধু বর্ধমান ষ্টেশন নয়। বর্ধমান ছাড়াও হাওড়া, শিয়ালদহ, আসানসোল, রামপুরহাট, বোলপুর,মালদা সহ মোট ২৬ টি জায়গায় ট্রেন চালকদের বিশ্রাম নেওয়ার এই ধরনের রুম তৈরি হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Barddhaman Special Room: রেল স্টেশনে দারুণ ব্যবস্থা, এসির সঙ্গে থাকবে ট্রেডমিল! ক্লান্ত শরীরে স্টেশন পৌঁছলে হবেন চাঙ্গা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল