TRENDING:

Vande Bharat Express: এবার বন্দে ভারতের সঙ্গে পাল্লা দেবে এই ট্রেন! এক ধাক্কায় গতি বাড়িয়ে দিল রেল

Last Updated:
Indian Railways: এবার হাওড়া অথবা পাটনা যাওয়ার সময় কমবে শিল্পাঞ্চলের মানুষের কাছে। কারণ গুরুত্বপূর্ণ একটি ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
advertisement
1/5
এবার বন্দে ভারতের সঙ্গে পাল্লা দেবে এই ট্রেন! এক ধাক্কায় গতি বাড়িয়ে দিল রেল
এবার হাওড়া অথবা পাটনা যাওয়ার সময় কমবে শিল্পাঞ্চলের মানুষের কাছে। কারণ গুরুত্বপূর্ণ একটি ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
advertisement
2/5
হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের গতি আরও খানিকটা বাড়াল। ইতিমধ্যেই তার জন্য সবুজ সংকেত দিয়েছে রেল কর্তৃপক্ষ ফলে যাওয়া-আসার সময় আরও খানিকটা কমবে।
advertisement
3/5
এতদিন হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের রেল নির্ধারিত সর্বোচ্চ গতি (MPS) ছিল ১১০ কিলোমিটার। বর্তমানে রেলের অনুমোদন সাপেক্ষে সেই সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
advertisement
4/5
প্রসঙ্গত, দুর্গাপুর, আসানসোলের ওপর দিয়ে চলা একটি অন্যতম দ্রুতগতির ট্রেন হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। হাওড়া অথবা পাটনা যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনের ওপর অনেক যাত্রী ভরসা করেন। এই ট্রেনটির দ্রুতগতি অনেক যাত্রীর কাছেই উপভোগ্য। রেলের অনুমোদন সাপেক্ষে সেই গতি আরও বাড়ল।
advertisement
5/5
উল্লেখ্য, হাওড়া পাটনার মধ্যে বর্তমানে একটি বন্দে ভারত এক্সপ্রেসও চলাচল করে। ভারতীয় রেলের এই প্রিমিয়াম ট্রেনটির রেল অনুমোদিত সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে বন্দে ভারতের গতির সঙ্গে জনশতাব্দী এক্সপ্রেস পাল্লা দেবে বলে মনে করছেন যাত্রীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vande Bharat Express: এবার বন্দে ভারতের সঙ্গে পাল্লা দেবে এই ট্রেন! এক ধাক্কায় গতি বাড়িয়ে দিল রেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল