Train passengers arrested: টিকিট কেটে ট্রেনে উঠেও ধৃত এক মাসে ১৪০০ পুরুষ যাত্রী! জেনেও করেছেন একই ভুল, সাবধান আপনিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train passengers arrested: ট্রেনে টিকিট কেটে না উঠলে জরিমানা হয় সকলেরই জানা। জরিমানা না দিলে জেলও হতে পারে তা-ও সকলেই জানেন। কিন্তু টিকিট কেটে ট্রেনে উঠেও অক্টোবর মাসে গ্রেফতার হয়েছেন ১৪০০ পুরুষ যাত্রী। শীর্ষে শিয়ালদহ ডিভিশন।
advertisement
1/6

ট্রেনে টিকিট কেটে না উঠলে জরিমানা হয় সকলেরই জানা। জরিমানা না দিলে জেলও হতে পারে তা-ও সকলেই জানেন। কিন্তু টিকিট কেটে ট্রেনে উঠেও অক্টোবর মাসে গ্রেফতার হয়েছেন ১৪০০ পুরুষ যাত্রী। প্রতীকী ছবি।
advertisement
2/6
এমনই অবাক করা হিসাব দিয়েছে পূর্ব রেল। শুধু তাই নয়, শুধু অক্টোবর মাসেই ১২০০ মামলা দায়ের করা হয়েছে যাত্রীদের বিরুদ্ধে। প্রতীকী ছবি।
advertisement
3/6
পূর্ব রেলের ৪টি ডিভিশনের মধ্যে এই অপরাধের জন্য সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন শিয়ালদহ ডিভিশন থেকে- ৫৭৪ জন পুরুষ যাত্রী। প্রতীকী ছবি।
advertisement
4/6
সকলের একটাই অপরাধ, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েছিলেন। এই জন্যই গ্রেফতার হতে হয়েছে হাওড়া ডিভিশনের ২৬২ জন যাত্রীকে। প্রতীকী ছবি।
advertisement
5/6
পিছিয়ে নেই আসানসোল এবং মালদহ ডিভিশনও। মালদহ ডিভিশনে ১৭৬ জন এবং আসানসোল ডিভিশনে ৩৯২ জন মহিলাদের কামরায় উঠে গ্রেফতার হয়েছেন। প্রতীকী ছবি।
advertisement
6/6
রেলওয়ে আইনের ১৬২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে রেল পুলিশকে আরও নজর বাড়াতে বলা হয়েছে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train passengers arrested: টিকিট কেটে ট্রেনে উঠেও ধৃত এক মাসে ১৪০০ পুরুষ যাত্রী! জেনেও করেছেন একই ভুল, সাবধান আপনিও