ফেরার পথে সর্বনাশ! সাগরের পর এবার রায়দিঘি, ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
খারাপ আবহাওয়া থাকার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
1/6

<strong>রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা:</strong> দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেল রায়দিঘির এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর খোঁজে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলির সদস্যরা। খবর দেওয়া হয়েছে রায়দিঘি থানায়।<strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
2/6
জানা গিয়েছে, এফবি রানী নামের ট্রলার থেকে পড়ে গিয়ে ওই মৎস্যজীবী নিখোঁজ হয়ে গিয়েছেন। প্রাথমিকভাবে ওই ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তাঁরা উপকূলে খবর পাঠায়। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
3/6
খবর পাওয়ার পরই রায়দিঘি থেকে ওই মৎস্যজীবীকে উদ্ধারের জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অন্য ট্রলার পাঠানো হয়েছে। জানা গিয়েছে, দুর্যোগের খবর পেয়েই ওই ট্রলারটি ঘাটে ফেরার চেষ্টা করছিল। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
4/6
তবে কয়েকদিনের মধ্যে এমন ঘটনা বারবার ঘটায় আতঙ্কিত মৎস্যজীবীরা। এর আগে সাগরে দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যায়। শুক্রবার তাদের দেহ উদ্ধার হয়েছে। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
5/6
এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে রায়দিঘির মৎস্যজীবীর পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
6/6
এদিকে খারাপ আবহাওয়া থাকার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কাছে থাকা অন্য ট্রলার এবং উদ্ধারকারী ট্রলার মিলে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ফেরার পথে সর্বনাশ! সাগরের পর এবার রায়দিঘি, ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী