Offbeat Destination: বছর শেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক রায়চক ফোর্ট
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বছর শেষের দিনগুলিতে আপনার গন্তব্য হোক রায়চক ফোর্ট। ফোর্টের ভিতরে ঘুরলে দেখতে পাবেন সযত্নে রাখা রয়েছে ইতিহাসের দলিল। ১৭৮৩ সালে জলদস্যুদের প্রবেশ রুখতে গঙ্গার ধারে তৈরি হয়েছিল এই বিশালাকার দুর্গ।
advertisement
1/6

বছর শেষের দিনগুলিতে আপনার গন্তব্য হোক রায়চক ফোর্ট। ফোর্টের ভিতরে ঘুরলে দেখতে পাবেন ইতিহাসের দলিল। ১৭৮৩ সালে জলদস্যুদের প্রবেশ রুখতে গঙ্গার ধারে তৈরি হয়েছিল এই দুর্গ।
advertisement
2/6
ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ওয়াটসন তাঁর পরিবার নিয়ে থাকতেন এখানে। স্বাধীনতার পরবর্তীকলে পুরোটাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। এখন সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল।
advertisement
3/6
কলকাতার খুব কাছেই রয়েছে রায়চক। ডায়মণ্ড হারবারের ছোট একটি জনপদ এই রায়চক। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার। এখানকার অন্যতম পরিচিতি হল দুর্গের আদলে তৈরি পাঁচতারা হোটেল।
advertisement
4/6
বছরের প্রায় সবসময়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এখানে। এখানে হুগলী নদীর পাড়ে শান্ত নিরিবিলি পরিবেশে সারাদিন কাটাতে পারেন আপনি। অ্যাডভেঞ্চার পছন্দ হলে লঞ্চে করে নদীর বুকে ঘুরতে পারবেন আপনি।
advertisement
5/6
রায়চকে দু-একদিনের জন্য থাকতেও পারেন। এখানে একাধিক হোটেল রয়েছে। তবে অল্প খরচে রাত্রিবাসের জন্য হোটেল চাইলে ডায়মন্ড হারবারে চলে যেতে পারেন।
advertisement
6/6
শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার স্টেশনে নেমে অটো বা কোনও গাড়ি ধরে রায়চক পৌঁছাতে পারবেন আপনি। ধর্মতলা থেকে রায়চকগামী বাসেও উঠতে পারেন আপনি। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন রায়চক।