TRENDING:

Radhashtami at Nabadwip: জ্বলে উঠল লক্ষ প্রদীপশিখা, রাধাষ্টমী উপলক্ষে অগণিত ভক্ত সমাগম নবদ্বীপের শ্রীবাস অঙ্গন মন্দির প্রাঙ্গণে

Last Updated:
Radhashtami at Nabadwip: রবিবার, ভাদ্র শুক্লাষ্টমী তিথিতে পালন করা হবে শ্রীশ্রী রাধিকা জয়ন্তী, যা ভক্তদের কাছে শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
advertisement
1/6
জ্বলে উঠল লক্ষ প্রদীপশিখা, রাধাষ্টমীতে অগণিত ভক্ত সমাগম নবদ্বীপের শ্রীবাস অঙ্গন মন্দিরে
শ্রীশ্রী রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে নবদ্বীপের ঐতিহ্যবাহী শ্রীবাস অঙ্গন মন্দিরে শুরু হয়েছে বিশেষ ধর্মীয় আয়োজন। ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ এবং পরীক্ষিত পরায়ণ।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রতিদিন সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হয় মূল শ্লোক পরায়ণ এবং সন্ধ্যা ৬ টা থেকে চলে সুপ্রবচন। সুপ্রবচন পরিবেশন করেন প্রখ্যাত বক্তা প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী। ৩১ আগস্ট, রবিবার, ভাদ্র শুক্লাষ্টমী তিথিতে পালন করা হবে শ্রীশ্রী রাধিকা জয়ন্তী, যা ভক্তদের কাছে শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
advertisement
3/6
এই মহোৎসবকে ঘিরে প্রথমবারের মতো শ্রীবাস অঙ্গন মন্দির কর্তৃপক্ষ নিয়েছে এক অভিনব উদ্যোগ। ললিতা সপ্তমী থেকে রাধাষ্টমীর রাত্রি পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে অন্নদান কর্মসূচীর।
advertisement
4/6
মন্দিরের সেবাইত শ্রীবাস গোস্বামী জানান, “এই অন্নদান কর্মসূচী আমাদের পক্ষ থেকে প্রথমবারের মতো পরিকল্পনা করা হয়েছে। নবদ্বীপবাসীসহ সমগ্র ভক্ত সমাজকে আমরা আন্তরিকভাবে প্রসাদ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
advertisement
5/6
এছাড়াও, ৩১ আগস্ট রাধাষ্টমী তিথিতে সকাল ৮ টায় শ্রীবাস অঙ্গন মন্দিরের কিশোরী কুঞ্জে অনুষ্ঠিত হবে শ্রীরাধিকার মহাভিষেক। ভক্তদের জন্য থাকবে বিশেষ দর্শন ও মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা।
advertisement
6/6
প্রতি বছরের মতো এবারও শ্রীবাস অঙ্গন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে রাধাষ্টমীর দিন। ভক্তরা জানাচ্ছেন, রাধাষ্টমী শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ভ্রাতৃত্ব এবং মহাপ্রসাদ বিতরণের এক মহামিলনক্ষেত্র।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Radhashtami at Nabadwip: জ্বলে উঠল লক্ষ প্রদীপশিখা, রাধাষ্টমী উপলক্ষে অগণিত ভক্ত সমাগম নবদ্বীপের শ্রীবাস অঙ্গন মন্দির প্রাঙ্গণে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল