TRENDING:

Raas Purnima Celebration: রাস পূর্ণিমায় এখানে বিশাল আয়োজন, রাধাকৃষ্ণ নয় রাসে পূজিত মহিষমর্দিনী, চন্ডিমাতা থেকে কৃষ্ণ কালী, রইল ফটো !

Last Updated:
Raas Purnima Celebration: রাধাকৃষ্ণ নয় এইখানে রাসে পূজিত মহিষমর্দিনী, চন্ডীমাতা থেকে কৃষ্ণ কালী !
advertisement
1/6
রাস পূর্ণিমায় শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন  মহিষমর্দিনী, চন্ডিমাতা থেকে কৃষ্ণ কালী
শাক্তরাস নবদ্বীপের প্রধান উৎসব। শরৎকালে শারদোৎসবের পরেই উৎসবের প্রস্তুতি শুরু হয় উৎসবের প্রস্তুতি এবং কার্তিকী পূর্ণিমায় নবদ্বীপের এই লোকায়ত উৎসব অনুষ্ঠিত হয়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নবদ্বীপে সর্ব প্রথম শাক্ত দেবী শ্রী শ্রী এলানিয়া কালী মাতা, রাজা কৃষ্ণচন্দ প্রতিষ্ঠা করেন ও ভিগুরাম পুঁজিও এখনও পঞ্চমুন্ডি আসনে পূজিত নবদ্বীপ রাসের এক মাত্র দেবী । শাক্তদেবীদের বিশাল মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য।
advertisement
3/6
প্রতিটি মূর্তিতে কারুকার্যময় নির্মাণশৈলী, বিচিত্র রূপকল্পনা, ধর্মীয় ব্যঞ্জনা, পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, শিল্পীর নিখুঁত চিত্রায়ণ সম্মিলিত ভাবে অদ্বিতীয় উৎসবের রূপ দান করেছে।
advertisement
4/6
সনাতনী ধর্মের সমস্ত দেবদেবী নবদ্বীপের এই রাসে পুজিত হন। মহিষমর্দিনী, চন্ডীমাতা, শব শিবা, ডুমুরেশ্বরী, অন্নপূর্ণা, কৃষ্ণ কালী ইত্যাদি একাধিক দেবদেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়।
advertisement
5/6
দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা নবদ্বীপের এই শাক্ত রাস। সুবিশাল ভিন্ন ভিন্ন মূর্তি দেখতে চৈতন্য ভূমি নবদ্বীপে ভিড় জমান লক্ষাধিক দর্শনার্থীরা।
advertisement
6/6
প্রতিটি মূর্তিতে কারুকার্যময় নির্মাণশৈলী, বিচিত্র রূপকল্পনা, ধর্মীয় ব্যঞ্জনা, পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, শিল্পীর নিখুঁত চিত্রায়ণ সম্মিলিত ভাবে অদ্বিতীয় উৎসবের রূপ দান করেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Raas Purnima Celebration: রাস পূর্ণিমায় এখানে বিশাল আয়োজন, রাধাকৃষ্ণ নয় রাসে পূজিত মহিষমর্দিনী, চন্ডিমাতা থেকে কৃষ্ণ কালী, রইল ফটো !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল