Raas Purnima Celebration: রাস পূর্ণিমায় এখানে বিশাল আয়োজন, রাধাকৃষ্ণ নয় রাসে পূজিত মহিষমর্দিনী, চন্ডিমাতা থেকে কৃষ্ণ কালী, রইল ফটো !
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Raas Purnima Celebration: রাধাকৃষ্ণ নয় এইখানে রাসে পূজিত মহিষমর্দিনী, চন্ডীমাতা থেকে কৃষ্ণ কালী !
advertisement
1/6

শাক্তরাস নবদ্বীপের প্রধান উৎসব। শরৎকালে শারদোৎসবের পরেই উৎসবের প্রস্তুতি শুরু হয় উৎসবের প্রস্তুতি এবং কার্তিকী পূর্ণিমায় নবদ্বীপের এই লোকায়ত উৎসব অনুষ্ঠিত হয়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নবদ্বীপে সর্ব প্রথম শাক্ত দেবী শ্রী শ্রী এলানিয়া কালী মাতা, রাজা কৃষ্ণচন্দ প্রতিষ্ঠা করেন ও ভিগুরাম পুঁজিও এখনও পঞ্চমুন্ডি আসনে পূজিত নবদ্বীপ রাসের এক মাত্র দেবী । শাক্তদেবীদের বিশাল মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য।
advertisement
3/6
প্রতিটি মূর্তিতে কারুকার্যময় নির্মাণশৈলী, বিচিত্র রূপকল্পনা, ধর্মীয় ব্যঞ্জনা, পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, শিল্পীর নিখুঁত চিত্রায়ণ সম্মিলিত ভাবে অদ্বিতীয় উৎসবের রূপ দান করেছে।
advertisement
4/6
সনাতনী ধর্মের সমস্ত দেবদেবী নবদ্বীপের এই রাসে পুজিত হন। মহিষমর্দিনী, চন্ডীমাতা, শব শিবা, ডুমুরেশ্বরী, অন্নপূর্ণা, কৃষ্ণ কালী ইত্যাদি একাধিক দেবদেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়।
advertisement
5/6
দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা নবদ্বীপের এই শাক্ত রাস। সুবিশাল ভিন্ন ভিন্ন মূর্তি দেখতে চৈতন্য ভূমি নবদ্বীপে ভিড় জমান লক্ষাধিক দর্শনার্থীরা।
advertisement
6/6
প্রতিটি মূর্তিতে কারুকার্যময় নির্মাণশৈলী, বিচিত্র রূপকল্পনা, ধর্মীয় ব্যঞ্জনা, পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, শিল্পীর নিখুঁত চিত্রায়ণ সম্মিলিত ভাবে অদ্বিতীয় উৎসবের রূপ দান করেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Raas Purnima Celebration: রাস পূর্ণিমায় এখানে বিশাল আয়োজন, রাধাকৃষ্ণ নয় রাসে পূজিত মহিষমর্দিনী, চন্ডিমাতা থেকে কৃষ্ণ কালী, রইল ফটো !