Pyramid : পিরামিড দেখতে আর মিশর দৌড়তে হবে না, কলকাতা থেকে কয়েকঘণ্টা দূরেই নতুন গন্তব্য! ভিতরে গা ছমছমে পরিবেশ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Pyramid Museum : শিল্প শহরে এবার মিশরীয় সভ্যতার ছোঁয়া। শিল্প শহর হলদিয়ায় পিরামিড। এখানে গেলে আপনি দেখা পাবেন দশ হাজার বছরের পুরনো সভ্যতার।
advertisement
1/6

শিল্প শহরে এবার মিশরীয় সভ্যতার ছোঁয়া। শিল্প শহর হলদিয়ায় পিরামিড। না কোন কালীপুজোর থিমের মণ্ডপ না। হঠাৎ এখানে পিরামিড কেন! অবাক শিল্প শহরের বাসিন্দারা। <strong>(ছবি তথ্য - সৈকত শী)</strong>
advertisement
2/6
হলদিয়াকে উপহার আইওসি-র। অসাধারণ একটি মিউজিয়াম। দেখতে অবিকল পিরামিডের মত। স্কুল- কলেজ পড়ুয়া, সাধারণ মানুষ, সবার জন্য এই পিরামিড খুলে দেওয়া হয়েছে।
advertisement
3/6
কী থাকছে হলদিয়ার এই পিরামিড আকৃতি মিউজিয়ামে! সিন্ধু সভ্যতা থেকে মেসোপটেমিয়া সভ্যতা। ইনকা সভ্যতা থেকে মায়া সভ্যতা। তাম্রলিপ্ত সভ্যতার সঙ্গে মিশরীয় সভ্যতার জাদুঘর আপনাকে সত্যিই চমকে দেবে।
advertisement
4/6
কুকুলকানের মেক্সিকান পিরামিড 'চিচেন ইটজা' আদলে তৈরি হলদিয়ার এই মিউজিয়াম। ৩০ ফুট উঁচু হলদিয়ার এই পিরামিড মিউজিয়ামে দশ হাজার বছরের সভ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে।
advertisement
5/6
আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর ও প্ল্যান্ট হেড অতনু সান্যাল জানিয়েছেন, "এখানে তুতেনখামেনের সিংহাসন, মমি দেখারও সুযোগ মিলবে। পিরামিডের মধ্যেই বাংলার বিখ্যাত টেরাকোটা শিল্পের ছাপ, তাম্রলিপ্ত সভ্যতার ইতিহাস চিত্রিত। আলো আঁধারি এক পরিবেশে প্রাচীন সভ্যতার কাছে পৌঁছলে খানিক গা ছমছম করে বৈকি! প্রাচীন ইতিহাস থেকে কারিগরী শিল্প ও প্রযুক্তির দুনিয়া এক ছাতার তলায়।"
advertisement
6/6
হলদিয়ার আইওসি রিফাইনারির পঞ্চাশ বছর মাথায় রেখে হলদিয়াকে এই পিরামিড আকারে মিউজিয়াম উপহার। হলদিয়ার এই পিরামিড আকারের মিউজিয়ামটিতে ইতিহাসের রেপ্লিকাগুলি তৈরি করেছেন ভাস্কর শিল্পী শোভন দাস। <strong>(ছবি তথ্য - সৈকত শী)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Pyramid : পিরামিড দেখতে আর মিশর দৌড়তে হবে না, কলকাতা থেকে কয়েকঘণ্টা দূরেই নতুন গন্তব্য! ভিতরে গা ছমছমে পরিবেশ